রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৪ pm
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৩ জুলাই বেলা ১১টায় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বংলাদেশ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী রেজা শামীমের সভাপতিত্বে তাঁর অফিসে স্থানীয় সাংবাদিকগণের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা অন্তরা ইয়াসমিন।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম সপ্তাহব্যাপি কর্মসূচির বিবরণ উল্লেখ করে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ/’২২ উপলক্ষে ২৪ জুলাই পোনামাছ অবমুক্তকরণ, ব্যানার ফেস্টুনসহযোগে র্যালী, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সফল মৎস্যচাষীদেরকে পুরস্কার প্রদান।
২৫ জুলাই বেলা ১১টায় প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। ২৭ জুলাই মৎস্যচাষীদের বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের পানি ও মাটি পরীক্ষাকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৮ জুলাই মাৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ ও ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ/’২২ এর মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠান পরিবেশিত হবে। আজকের তানোর