মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৩ am
আশরাফুল আলম, তানোর : নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ শ্লোগান সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা সৎস্য কর্মকর্তা শরিফ উল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন।
আজ (২৩ জুলাই) শনিবার সকাল ১১ টায় তিনি তার কার্যালয়ে তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের ডেকে এ সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জনগণকে মৎস্যচাষে সম্পৃক্ত করতে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
এই কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও মাছের পোনা অবমুক্ত করণ। এছাড়াও মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, অন্যতম সহসভাপতি আশরাফুল আলম, মামুনুর রশিদ মামুন, ক্যাশিয়ার সোহেল রানা ও দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান সুজন প্রমুখ। আজকের তানোর