সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:২৪ am
ক্রীড়া ডেস্ক : পুরো আসরে দুর্দান্ত খেলতে থাকা আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু বিশ্বকাপের ফাইনালে হেরে গেছে দলটি। রোববার রাতে নারী হকি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল নেদারল্যান্ডস। এ নিয়ে নবম বারের মতো হকি বিশ্বকাপ জিতল ডাচ মেয়েরা।
স্পেনের তেরেসায় অনুষ্ঠিত ফাইনালে প্রথম মিনিটেই দুইটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭তম মিনিটে মারিয়া ভার্সকুরের গোলে এগিয়ে যায় ডাচরা। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেডরিক মাতলা। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩৬তম মিনিটে নেদারল্যান্ডসের হয়ে তৃতীয় গোলটি করেন ফেলিস আলবারস।
ম্যাচের ৪৬তম মিনিটে আর্জেন্টিনার অগাস্টিনা গোরজেলানি গোল করলেও সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শিরোপা না জিততে পারলেও আসরের ব্যক্তিগত পুরস্কারে আর্জেন্টিনারই জয়জয়কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মারিয়া গ্রানাত্তো।
সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি। ৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টিনার অগাস্টিনা গোরজেলানি। সূত্র : এফএনএস