মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৬ pm
শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, ‘সেবামূলক ও উন্নয়নমুখী পুলিশ গড়তে চাই। জনগণের সেবা করার মাধ্যমে পুলিশ প্রশাসনের সার্বিক কর্মকান্ড পরিচালনায় রাজশাহী হবে দেশের শ্রেষ্ঠ শহর। এ জন্যই নিজস্ব কর্মকাণ্ডে দেশের অন্যান্য পুলিশ ইউনিটের চেয়ে আরএমপিকে একেবারেই আলাদাভাবে গড়ে তোলা হচ্ছে।’
জাতীয় সাংবাদিক সংস্থার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, রাজশাহী জেলা শাখার নির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমপি কমিশনার। এর পর রাজশাহী জেলা শাখায় বিজয়ীদের হাতে তিনি সম্মাননা স্মারক তুলে দেন। শনিবার মহানগরীর শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান নির্বাচন কমিশনার দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার (ডিসি) সাজিদ হোসেন, সাংবাদিক সংস্থার নির্বাচন কমিশনার রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার, নির্বাচন কমিশনার উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু প্রমুখ।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলমের সঞ্চালনা ও পরিচালনায় বনভোজনে ১২টি খেলায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। এতে রাজশাহী জেলা ও উপজেলা কমিটি তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে। আজকের তানোর