মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৮ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নিজের ফুফুর দখলে থাকা জমি উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন রাতুল দেব নামের এক যুবক। মঙ্গলবার (১২ জুলাই) সকালে সুলতানাবাদে পরিবর্তন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় তিনি তার এবং তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের সহায়তা চান। সংবাদ সম্মেলনে রাতুল দেবের সঙ্গে তার মা সীমা খাঁ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ঢাকার একটি চার্টাড একাউন্ট ফার্মে কর্মরত রাতুল জানান, তার পিতা সঞ্জয় কুমার দেব ১৯৯৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তিনি ছাড়াও অন্তরা দেব নামের এক বোন রয়েছে।
রাতুল জানান, তার পিতার নামে থাকা ৮৭ শতক জমি রয়েছে পুঠিয়ার কান্দ্রা এলাকায়। তার দাদি বুলু রানি দেব এটি দেখা শোনা করতেন। ২০০২ সালে তাদের অজান্তে ভূয়া দলিলে এই জমি ফুপু রত্না ভট্টাচার্যকে লিখে দেন তিনি। রাতুল ও তার বোন এসময় নাবালক ছিলেন।
রাতুল আরও জানান, এ বিষয়ে একটি মামলা রয়েছে। এই কারনে তিনি নানাভাবে হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি তাকে প্রাননাশেরও হুমকিও দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে রত্না ভট্টাচার্যের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি কাউকে হুমকি ধামকি দেন নি। তিনি কারো সম্পত্তি দখল করেন নি।