মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫৪ am
এইচএম ফারুক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখন্ডা (মজুমদারপাড়া) গ্রামে ১৬ প্রহর ব্যাপী ৩য় বার্ষিকী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে শ্রীখন্ডা (মজুমদারপাড়া) দোস্তরামপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে শত শত সনাতন ধর্মের মানুষের পদচরনায় অনুষ্ঠান হতে দেখা গেছে।
শনিবার রাত ৮ টায় অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষে তানোরে কৃতি সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী (এমপি)’র অনুষ্ঠান পরিদর্শন করেন কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বী মিঞা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রাম কমল সাহা, অত্র ইউপির ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিমুল মন্ডল, কামারগাঁ ইউনিয়ন শেচ্ছাসেবক লীগ কমিটির আহব্বায়ক লিটন হোসেন ও সদস্য সচিব মজিদ মন্ডল, কামারগাঁ ইউপির সদস্য শরিফুল ইসলাম রাজা, লুৎফর রহমান ও বেলী বেগমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য বিজয় কুমার, সুমন মজুমদার, সুবোল পাল জানান, আমরা গত ২ বছর থেকে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কৃর্ত্তন অনুষ্ঠান করছি। এখানে কীর্তন শুনতে আসা সকল ভক্তবৃন্দের জন্য সকাল দুপুর ও রাতে খাবারের ব্যবস্থা করা রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চালাচ্ছি। আজকের তানোর