সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫৪ pm

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
তানোরে মানহীনকর শিক্ষক সমিতির প্রশ্নপত্রে বিব্রত শিক্ষক-শিক্ষার্থীরা

তানোরে মানহীনকর শিক্ষক সমিতির প্রশ্নপত্রে বিব্রত শিক্ষক-শিক্ষার্থীরা

আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর তানোরে মাধ্যমিক শিক্ষক সমিতির চাপিয়ে দেওয়া মানহীন প্রশ্নপত্র নিয়ে বিব্রত অবস্থায় পড়েছেন শিক্ষক মহল বলে অভিযোগ উঠেছে  ।শুধু তারাই নয় শিক্ষার্থীরাও বেকায়দায় পড়েছে। ফলে এসব প্রশ্নের কারনেই মেধা শূন্য হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, চলতি মাসের ২ জুন উপজেলায় অর্ধবার্ষিক পরিক্ষা শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক সমিতির আওতায় রয়েছে ৫৩টি স্কুল। এসব স্কুলে শিক্ষক সমিতি থেকে জোরপূর্বক প্রশ্নপত্র চাপিয়ে দেয়া হয়েছে। এসব প্রশ্নপত্র এতই মানহীন যা কল্পনাতীত।

বেশিকিছু প্রধান শিক্ষকরা জানান, নিয়ম হচ্ছে যে বিষয়ের শিক্ষক তিনি ওই বিষয়ে প্রশ্নপত্র তৈরি করবেন। কিন্তু তানোর শিক্ষক সমিতির সভাপতি চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন জোর করে এবং এমপির ভয় দেখিয়ে প্রশ্নপত্র তৈরি করে দিয়েছেন।  এতো মানহীন প্রশ্নপত্র আমরা শিক্ষকতা জীবনে দেখিনি। শিক্ষার্থীরা প্রশ্ন বুঝতেই পারছেন না। শুধু হাতে প্রশ্ন নিয়ে ছুটাছুটি করছেন। তাদের কথা কি বলব আমরাই তো বুঝতে পারছি না। এই সমিতির কোন অধিকার নেই প্রশ্নপত্র তৈরি করে প্রতিষ্ঠানে দেওয়ার। তারপরও ভয়ভীতি দেখিয়ে প্রশ্নপত্র চাপিয়ে দিয়েছেন।

উপজেলার দরগাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, আমরা সমিতি থেকে প্রশ্নপত্র নিব না। কিন্তু এমপির ভয় দেখিয়ে প্রশ্নপত্র চাপিয়ে দিয়েছেন। এভাবে চললে তানোরে শিক্ষা ব্যবস্হা অচিরেই ধ্বংস হবে। যারা তাদের সমিতির আওতায় নেই সে সব স্কুলের প্রশ্নপত্রের যে মান তার পাঁচ ভাগও নেই তানোর শিক্ষক সমিতির প্রশ্নপত্রে। শুধু তাই নয়, তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও টাকাও দিচ্ছে না।

উপজেলার চন্দনকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, তানোর শিক্ষক সমিতির উপদেষ্টা এমপি মহোদয়। তার নাম করে সভাপতি ও সম্পাদক এসব মানহীন প্রশ্ন দিয়ে শিক্ষা ব্যবস্হা ধ্বংস করার পাঁয়তারা শুরু করেছেন। তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতাও দিচ্ছে না। আমার চাচাকে মাত্র ৩০ হাজার টাকা দিয়েছেন। বাকি টাকার জন্য কয়েকমাস ধরে ঘুরেও লাগাল মিলছে না তাদের।

তিনি আরো জানান, এমপিকে সমিতির উপদেষ্টা করে সভাপতি ও সম্পাদক যা খুশি সেটাই করছেন। আগামীতে আর সমিতিতে থাকব না। এতো অনিয়ম দূর্নীতি মেনে নেবার নয়।

উপজেলার বনগাঁ চকরহমত স্কুলের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক মাহবুর জানান, প্রশ্নপত্র মানহীনকর। এতে কোন সন্দেহ নেই। কিন্তু কি করার আছে। এভাবে প্রশ্ন দেওয়া ঠিক নয় বলে ক্ষোভ জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু শিক্ষকরা জানান, এমপি মহোদয় সমিতি উপদেষ্টা। এই এলাকার শিক্ষা ব্যবস্হা উন্নত করতে সমিতি করেছেন। কিন্তু দুই শিক্ষক নেতা সেটাকে পুজি করে বাণিজ্যিক করণ করছেন। তারা যে প্রশ্ন দিয়েছেন তা একেবারেই মানহীন।

খোঁজ নিয়ে জানা গেছে, পুরো উপজেলায় মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৬৭টির মতো। তার মধ্যে তানোর সমিতির আওতায় ৫৩টি প্রতিষ্ঠান রয়েছে। তারা এতোগুলো প্রতিষ্ঠানে তানোর সমিতির প্রশ্নপত্রে পরিক্ষা নিতে বাধ্য করছে। বাকিগুলো বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার প্রশ্নপত্রে পরিক্ষা হচ্ছে।

তানোর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন জানান, সারাদেশে সমিতির প্রশ্নপত্রে পরিক্ষা হয়। আমাদের আলাদা সমিতি, আমাদের প্রশ্নপত্রে ৫৩টি স্কুলে পরিক্ষা হচ্ছে। এভাবে শিক্ষাকে ভাগ করা যায় কি না এবং আপনাদের প্রশ্নপত্র একেবারে মানহীনকর জানতে চাইলে তিনি জানান, মানহীনকর সঠিক নয় বলে এড়িয়ে গেছেন তিনি।

তানোর শিক্ষক সমিতির সভাপতি চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান জানান, আপনারা সাংবাদিক সব বিষয়ে মাথা দেয়া ঠিক নয়। সমিতির উপদেষ্টা এমপি সাহেব আপনাদের বুঝতে হবে। এমপি কি আপনাকে প্রশ্নপত্র দিতে বলেছে জানতে চাইলে কোন জবাব না দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান জানান, তাদের প্রশ্নপত্র তৈরি করার কোন নিয়ম নেই। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি, কিন্তু তারাও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না বলে জানান এই কর্মকর্তা। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.