শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৫২ pm
ক্রীড়া ডেস্ক : করোনাকালীন ঘরবন্দী মুহূর্তে অন্যান্যদের মতো তানজিন তিশাও সময় কাটাতে হয়ে পড়েছিলেন অনলাইন নির্ভর। শ্যুটিং বন্ধ থাকায় হাতে ছিল অফুরন্ত সময়। তাই সময় কাটাতে খুলেছিলেন একটি ইউটিউব চ্যানেল। এবার কৌতূহলবশত খোলা সেই চ্যানেলই তার জন্য নিয়ে এলো এক আনন্দের খবর।
চ্যনেলটির সাবস্ক্রাইবার সংখ্যা এর মধ্যে এক লাখের ঘর ছুঁয়েছে। সেকারণে নিজের নামে খোলা এই চ্যানেলটির জন্য ইউটিউব থেকে তাকে দেওয়া হয়েছে সিলভার প্লে বাটন। খবরটি তিশা নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সিলভার প্লে বাটন হাতে নিয়ে একটি ছবি প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘লক ডাউনের সময় আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম। কিছু না ভেবেই খুলেছিলাম। অথচ খুব অল্প সময়েই আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণে আমি ইউটিউব থেকে এই সিলভার প্লে বাটনটি পেয়েছি।’
এসময় আনন্দে উদ্বেলিত তিশা আরও বলেন, ‘আপনাদের সমর্থন ও ভালবাসা পেয়ে আমি সত্যিই অভিভূত। আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা।’
তানজিন তিশার এই চ্যানেলে ভিডিও রয়েছে মাত্র ১১ টি। ভিডিওগুলো দেখেই বোঝা যায় নিছক শখে খোলা হয়েছিল এটি। কেননা লকডাউনের সময় তিশার জন্মদিন পালন, মেকাপ করা, তার রান্না করার মুহূর্তগুলোই ধারণ করা হয়েছে ভিডিওগুলোতে। এবার সেই শখ থেকেই সাফল্য পেলেন এই অভিনেত্রী। আজকের তানোর