শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৮ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে দিনব্যাপি কিশোর-যুবতী-নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর আর্থিক সহায়তায় এবং সিসিবিভিও-রাজশাহী পরিচালিত রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ১৬টি রক্ষাগোলা সংগঠনের ৩০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিটি উদ্বোধন করেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের ৭, ৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য রুবিনা খাতুন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত। প্রশিক্ষণটি সার্বিক সহায়তা করেন সিসিবিভিও-এর নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা হেম্ব্রম।
প্রশিক্ষণে সহায়ক ও প্রধান প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন দেওপাড়া ইউনিয়নের এফডাব্লউএ আখতারা পারভীন।
প্রশিক্ষণে আলোচ্য বিষয় ছিল প্রজনন কি, প্রজনন তন্ত্র, প্রজনন স্বাস্থ্য ও তার কাজ, প্রজনন তন্ত্রের সংক্রামন ও তার প্রতিকার, কিশোরীদের বয়:সন্ধিকাল ও বয়স সীমা, মাসিক কালীন পরিচ্ছন্নতা ও মাসিক সংক্রান্ত জটিলতা, কিশোর /কিশোরীদের স্বাস্থ্যসেবা, পুষ্টি, সুষম খাবার, আয়রন, ফলিক এসিড বড়ি. খাওয়ার নিয়মাবলী ও গুরূত্ব, বাল্য বিবাহের কুফল ও কৈশরকালীন মাতৃত্বের ঝুকি ।
উক্ত প্রশিক্ষণের অংশগ্রহণকারীগণ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান তাদের নিজ নিজ রক্ষাগোলা সংগঠনে গিয়ে উঠান বৈঠক, মাসিক সাধারণ সভায় কিশোরী-যুবতী-নারীদেরকে সচেতন করার জন্য আলোচনা করবে বলে মত প্রকাশ করে। আজকের তানোর