রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৩ am
আব্দুস সবুর, ভ্রাম্যমান প্রতিবেদক : সদ্য নির্মান করা হয়েছে পাকা রাস্তা। পুরো রাস্তা চকচকে থাকার কথা। কিন্তু কাকড়া বা হেরোতে করে কাদা মাটি বহন করা হয়েছে রাস্তা দিয়ে। সেই মাটি পড়ে রাস্তা কামড়ে আছে। এসব মাটি আবার কোদাল দিয়ে তুলা হচ্ছে। কোদালের কোপে রাস্তার পিচ পাথর উঠে যাচ্ছে। প্রকাশ্যে দিন দুপুরে কোটি কোটি টাকার রাস্তা কোদালের কোপে নষ্ট হলেও কোনকিছুই করারও নেই বলারও নেই। মাটি ও পুকুর খনন করা দুস্যুরা এতই প্রভাবশালী যেন প্রশাসন তাদের কাছে জিম্মি।
তানোর উপজেলার সীমান্তবর্তী চৌবাড়িয়া হাট থেকে মান্দার দেলুয়াবাড়ী পর্যন্ত জনবহুল এই রাস্তায় চলছে কোদালের কোপ দিয়ে মাটি পরিস্কারের কাজ । চৌবাড়িয়া হাটের পুর্ব দিকে রাস্তার ধারে দু’পাশে রয়েছে ইটের দুটি ভাটা। এসব ভাটায় কাদা মাটি বিক্রি করার কারনে পাকা রাস্তা মাটিতে রুপান্তর হয়ে পড়েছে। ফলে, সামান্য বৃষ্টি হলেই ঘটবে দূর্ঘটনা বলেও নিশ্চিত করেন পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া ব্রীজ পার হয়ে হিরো নামের ইট ভাটার সামনে দুইজন শ্রমিক কোদালের কোপ দিচ্ছেন পাকা রাস্তায়। জানতে চাওয়া হয় রাস্তায় কেন কোদালের কোপ দেয়া হচ্ছে। তারা জানান, কাদা মাটি রাস্তার উপর দিয়ে কাকড়া হেরোতে করে ইট ভাটায় মাটি বিক্রি করছেন বিক্রেতা ভেকু মেশিনের মালিক মিলন। এজন্য মাটি পরিস্কার করছি। কোদালের কোপে রাস্তা নষ্ট হচ্ছে না জানতে চাইলে তারা বলেন, তা তো হচ্ছে। কিন্তু আমরা শ্রমিক। মিলন যেভাবে দেখিয়েছেন সে অনুযায়ী কাজ করছি বলে জানান তারা।
পথচারীরা জানান, গত ঈদুল ফিতরের পর রাস্তাটি নতুন ভাবে কার্পেটিং করা হয়েছিল। কিন্তু কাদা মাটি বহন করায় চৌবাড়িয়া ব্রীজ থেকে ভাটা পর্যন্ত পাকা রাস্তা বলায় বাহুল্য। এরআগে বৃষ্টি হওয়ার পর একাধিক দূর্ঘটনা ঘটেছে। আবার গত মঙ্গলবার ভোর চারটার দিকে গাছ ফেলে ভয়ংকর ডাকাতি হয়েছে। বৃষ্টি হলেই ঘটবে দূর্ঘটনা, হতেও পারে ডাকাতির মত দুর্ধর্ষ ঘটনা। রাস্তাটি খানাখন্দে ভরা ছিল। সংস্কারের পর চকচকে ছিল। কিন্তু এমন ভাবেই মাটি পড়েছে খানাখন্দের চেয়েও খারাপ ঝুকিপূর্ণ অবস্থা।
ভেকু মেশিনের মালিক মিলন জানান, প্রশাসনের অনুমতিক্রমে মাটি বিক্রি ও রাস্তা পরিস্কার করা হচ্ছে। আজকের তানোর