মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২২ pm
নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করবে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। সেদিন দলটির পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হবে। এছাড়া মিষ্টি বিতরণ করা হবে সাধারণ মানুষের মাঝে।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহানগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে এ সভা হয়। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার। বক্তব্য দেন সহ-সভাপতি শাহীন আকতার রেনী, ডা. তবিবুর রহমান শেখ প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রদলের পক্ষ থেকে হুমকি দেওয়ার প্রতিবাদে শনিবার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার সিদ্ধান্ত হয়। এছাড়া ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসে সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন এবং ২৬ জুন জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও বিকাল ৪টায় শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষিবিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু প্রমুখ। আজকের তানোর