রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৩ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
সাকিব অধিনায়ক হলে দলের পরিবেশ বদলে যাবে : সুজন

সাকিব অধিনায়ক হলে দলের পরিবেশ বদলে যাবে : সুজন

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিব আল হাসান এখন যদি অধিনায়কত্ব পায়, তাহলে পুরো দলের আবহ বদলে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করে টেস্ট দলের নেতৃত্ব থেকে স্বেচ্ছায় সরে যাওয়ার ঘোষণা দেন মুমিনুল হক সৌরভ।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে কে জাতীয় দলের নেতৃত্ব দেবেন তা জানা যাবে, বৃহস্পতিবার বিসিবির বোর্ড মিটিং শেষে।

এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, আমি বলছি না যে সাকিবই অধিনায়ক হবে। তামিম আছে, মুশফিক আছে। যদিও মুশফিক অধিনায়কত্ব নেবে কিনা, এটা বড় ব্যাপার। কে অধিনায়ক হবে আমি জানি না। তবে সাকিবকে নিয়ে ইস্যু নাই, সাকিবকে জিজ্ঞেস করলে ও বলে যে সবসময় টেস্ট খেলতে চায়।

মুমিনুলের সময়ে টেস্টে কোনো সহ-অধিনায়ক ছিল না। এবার সহকারী একজনকে ঠিক করা হবে বলেও জানান খালেদ মাহমুদ।

বিসিবির এই পরিচালক বলেন, যে-ই টেস্ট অধিনায়ক হোক না কেন, ২ বছরের জন্য দায়িত্ব দেওয়া হবে, অধিনায়ককে নির্দিষ্ট সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। যে-ই অধিনায়কত্ব করুক, সে কীভাবে চায় দায়িত্ব, এটা গুরুত্বপূর্ণ।

সাকিব আগেও টেস্ট দলের অধিনায়ক ছিলেন। আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে মুমিনুলকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়। এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব, জয় তিনটিতে ও হার ১১টিতে।

এ ব্যাপারে জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, সাকিবের ক্রিকেট জ্ঞান তো অসাধারণ। ওর সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়। অনেক ধারণা রাখে, ক্রিকেট নিয়ে ওর চিন্তা-চেতনা অন্যরকম। যদিও অনেক সময় নিজের মতো থাকে, আমরা জানি।

তিনি আরও বলেন, সাকিব যে রকম চরিত্র, যেরকমভাবে মিশতে পারে সবার সঙ্গে…আগেও দুই দফায় অধিনায়ক ছিল, তবে তখন তো অনেক ছোট ছিল। এখন যদি অধিনায়কত্ব পায়, গোটা দলের আবহ বদলে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.