রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৭ am
মো. শাকিল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ও উপজেলা প্রশাসন। লাইসেন্স না থাকায় ৮টি নিবন্ধনহীন ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা: প্রণব কুমার সাহার পরিচালনায় এসব ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, স্বাস্থ্য সেবা সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার লাইফ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, বন্ধু ডায়াগনস্টিক সেন্টার, নিয়ামতপুর ডায়াগনস্টিক সেন্টার, নূরেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, শমসের ডায়াগনস্টিক সেন্টার, রেহেনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, সারাদেশের সঙ্গে নিয়ামতপুরে এসব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বেঁধে দেয়া সময় পেরিয়ে গেলেও এসব অবৈধ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালু রাখা হয়। তাই তিনি অভিযান চালিয়ে এসব ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা করেন।
নিবন্ধন না থাকায় রেহেনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও নূরেছা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পপুলার প্লাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্নতা থাকায় ধন্যবাদ জানাই উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। তবে, কিছু প্রয়োজনীয় মেশিন না থাকায় ক্লিনিক চালু না করার পরামর্শ দেন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা: মনিরুল হক তরফদার, জুনিয়র কনসালটেন্ট ডা: সাইফুল ইসলাম, ডা: তারিকুল ইসলাম, ডা: তূর্য রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, এসআই জাহাঙ্গীর আলম, শাকিল হোসেন ও ইমরান ইসলাম প্রমুখ। আজকের তানোর