সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৫ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রশিক্ষণ শেষে উন্নত পদ্ধতিতে বসতবাড়ীতে সবজি চাষ, নেপিয়ার ঘাস চাষ ও কেচোঁ সার উৎপাদনের জন্য উপকারভোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নাচোল পৌরসভা হলরুমে হেক্স ইপারের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন-রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইনডিজিনিয়াস এ্যান্ড ভালনারেবল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের গত ২২ মে ২২ থেকে ২৩ মে পর্যন্ত নিবার্চিত উপকারভোগীদের সক্ষমতা বৃদ্ধির জন্য- ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এছাড়াও ২৪ মে থেকে ২৫ মে পর্যন্ত উন্নত ও জলবায়ু সহনশীল প্রযুক্তিতে বসতবাড়ীতে শাক-সবজি উৎপাদন ও নেপিয়ার ঘাস চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন, নাচোল পৌরসভার মেয়র মো. আব্দুর রশিদ। প্রশিক্ষণটি পরিচালনা করেন, উপজেলা কৃষি অফিসার মো. বুলবুল আহম্মেদ। সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. শমসের আলী রিভাইভ প্রকল্পের প্রকল্প সমস্বয়কারী, নারায়ন চন্দ্র রায় এবং উপজেলা অফিসার, মোছা. লুবনা শারমিন ।প্রশিক্ষণ পরবর্তীতে মেয়র আব্দুর রশিদ ঝালু খানের উপস্থিতিতে প্রকল্পের নির্বাচিত উপকারভোগীদের ১২০ জনকে চাষাবাদের জন্য ৪ লক্ষ ৫৩ হাজার ৭৫০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর কেচোঁ সার উৎপাদনের জন্য ৪৫ জনকে ৩,৫০০ টাকা করে ১ লক্ষ ৫৭ হাজার টাকা প্রদান করা হয়।
শাক-সবজি উৎপাদনের জন্য ৪৫ জনকে ৩,৫০০ টাকা করে ১ লক্ষ ৬৮ হাজার ৭৫০ টাকা। আর ঘাস চাষের জন্য ২৫ জনকে ৩,৫০০ করে ৮৭ হাজার ৫০০ এবং শিম ও আলু চাষের জন্য ৫ জনকে ৮ হাজার করে ৪০ হাজার টাকা উক্ত প্রশিক্ষণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব প্রসেনজিৎ দাস প্রজেক্ট অফিসার হেক্স ইপার এবং মোহাম্মাদ হেলাল উদ্দিন ফারাস এম এন্ড ডি অফিসার হেক্স ইপার। আরও উপস্থিত ছিলেন নাচোল প্রকল্প অফিসের সকল কর্মীবৃন্দ।
এসময় ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্প কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণটি কসবা, নাচোল ও নেজামপুর ইউপি হলরুমে একযোগে পরিচালিত হচ্ছে। আজকের তানোর