রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২২ am
শহিদুল ইসলাম, (নিজস্ব প্রতিবেদক) নাচোল : বাংলাদেশের শিক্ষকবৃন্দের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়নের (এটুআই) দেশসেরা অনলাইন পারফর্মার নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ৩ জন শিক্ষক সহকারী অধ্যাপক হুমায়ুন কবির রাজবাড়ী কলেজ । মজিদুল ইসলাম সহকারী শিক্ষক, নাচোল উপজেলা স্কুল এবং ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, সংবর্ধনা প্রদান করেছে নাচোল উপজেলা প্রশাসন।
এ লক্ষ্যে নাচোল উপজেলা প্রশাসন ১৬ মে সোমবার বিকেল ৫ টায় উপজেলা হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ অনলাইন দেশসেরা পারফর্মারকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান।
করোনাকালীন নতুন বাস্তবতায় মধ্য মার্চ/২০২০ থেকে বিদ্যালয় বন্ধ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের নির্ভরশীল হতে হয় অনলাইন শিক্ষার মাধ্যমে। স্থবির কার্যক্রম বেগবান করতে বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের অধীনে অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ICT4E জেলা অ্যাম্বাসেডর,চাঁপাইনবাবগঞ্জের অন্যতম হুমায়ুন কবির, মজিদুল ইসলাম এবং ফরিদা ইয়াসমিন শুরু থেকেই জেলায় সক্রিয় ভুমিকা পালন করেন । আজকের তানোর