শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫২ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌর এলাকার কালিগঞ্জহাটের ভাঙ্গা রাস্তার গর্তে ইট ফেলে সংস্কার করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ’লীগ নেতা আবুল বাসার সুজন। আজ (১৩ মে) শুক্রবার দুপুরে তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে ইট ও খোয়া ফেলে রাস্তাটি সংস্কার করে দেন। ফলে জনগণের চলাচলের উপযোগী হয় রাস্তাটি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত কালিগঞ্জহাট। ওই হাটের পশ্চিম সাইডের রাস্তাটি দীর্ঘদিন ধরে পানি জমে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়। স্থানীয়রা বেশ কয়েক বছর ধরে পৌর মেয়র ও সংশ্লিষ্টদের কাছে ধর্না দিয়েও রাস্তাটির গর্ত সংস্কার করাতে পারেন নি। বিষয়টি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আ’লীগ নেতা আবুল বাসার সুজনের নজরে আসে। এরফলে শুক্রবার দুপুরে তিনি নিজ উদ্যোগে ওই গর্তে ইট ও খোয়া বালি ফেলে রাস্তাটি সংস্কার করে দেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে তানোর পৌর মেয়র ইমরুল হক বলেন, ওই রাস্তাটি এলজিইডি কর্তৃপক্ষের। এজন্য পৌরসভার অর্থায়নে রাস্তাটি সংস্কার করা অসম্ভব। তবে, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সংস্কারের উদ্যোগ নেয়া বলে জানান তিনি।
আওয়ামী নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আবুল বাসার সুজন বলেন, অতিগুরুত্বপূর্ণ রাস্তাটির গর্তে পানি জমে যানবাহন ও পথচারী চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। এজন্য তিনি জনগণের উন্নয়নে নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দেন বলে জানান এই নেতা। আজকের তানোর