সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৪ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
তানোরে থামছে না কৃষি জমিতে পুকুর খনন

তানোরে থামছে না কৃষি জমিতে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে কৃষি জমিতে ফের পুকুর খনন শুধু হয়েছে। সম্প্রতি ইউএনওর নির্দেশে পুকুর খনন বন্ধ করা হয়। এছাড়াও পুকুর খনন মেশিনের ডাইভারদের সতর্ক করে ছেড়ে দেন ইউএনও। সোমবার দুপুরের আগে পুকুর খনন বন্ধ করা হয়। কিন্তু পরের দিন মঙ্গলবার রাত থেকেই ফের পুকুর খনন শুরু করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার সাফিউল ও করিম। আজ শুক্রবার সকালেও পুকুর খনন করতে দেখা গেছে।

জানা গেছে, তানোর-চৌবাড়িয়া রাস্তার কামারগাঁ ইউপির লব্যাতলা ব্রীজের উত্তর পশ্চিমে চারটির মত ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে। এসময় সাফিউল ও করিম বলেন শুধু পুলিশ নয়, সংশ্লিষ্ট সবাইকে ম্যানেজ করে ফের প্রকাশ্যে কৃষি জমিতে পুকুর খনন করছেন তিনি। তাঁর এমন বক্তব্য এপ্রতিবেদকের নিকট সংরক্ষণ রয়েছে। এতে করে প্রশাসনের বিরুদ্ধে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন আচরণে কৃষকদের মাঝে বিরাজ করছে তীব্র ক্ষোভ, অসন্তোষ ও উত্তেজনা। ফলে কৃষি জমি রক্ষার্থে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জুরুরি পদক্ষেপ কামনা করছেন কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির লব্যাতলা ব্রীজের উত্তর পশ্চিমে বিশাল কৃষি জমির মাঠ। এসব জমি দু’ফসলী, মাঠে ধান চাষ হয়। তবে, বোরো ধানের বাম্পার চাষও হয় যেমন ফলনও হয় তেমন। বোরো রোপনের আগে সরিষা ছাড়াও নানা জাতের সবজিও চাষ হয়। এসব ফসলী জমি ধ্বংস করে পুকুর খনন হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু কৃষক শ্রমিক জানান, সন্ধ্যার পর থেকে করিম ও সাফিউল বাহিনীর লোকজন লাঠি সোটা নিয়ে বসে থাকছেন। কেউ কোন কথা বললেই তাকে চাঁদাবাজি মামলা হামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। অথচ গত বছর পুকুর খননের সময় স্থানীয় কৃষকরা ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এবার তারাই দল বল নিয়ে পুকুর খনন কাজ অব্যহত রেখেছেন। শুধু তাই নয়, হাতিশাইল মোড়ে টিনের ঘর করে থাকছেন। আর তাদেরকে সার্বক্ষণিক পাহারা দিয়ে রাখছেন প্রশাসন থেকে শুরু করে সুবিধাবাদী মিডিয়া কর্মীরাও।

নাম প্রকাশে এক প্রত্যাক্ষদর্শী বলেন, প্রশাসনের পিকআপ আসার আগেই পালিয়ে যায় মুল হোতারা। পরে প্রশাসনের লোকজন খুজতে খুজতে তিন জন হেলপারকে ধরে পিকআপে তুলে। আরও লোক কোথাই বলতেই তারা বলে টিনের ঘরে আছে। সেখানে গিয়ে দেখা যায়, ভেতর থেকে দরজা বন্ধ করা রয়েছে। ডাকলেও কোন সারা শব্দ পাওয়া যায় না। পরে কৌশলে তাদের পাওয়া যায়। সবাইকে গাড়ীতে তোলার পর অদৃশ্য ফোন আসে। তারপর নামিয়ে ছবি তুলে ভেকু মেশিন নিয়ে চলে যেতে নির্দেশ দেয়া হয়। পুনরায় খনন করলে জেল ও জরিমান। কিন্তু ভেকু মেশিন নিয়ে যাওয়া তো দূরে থাক, ওই রাত থেকেই শুরু হয় খনন। কৃষকরা প্রশাসনকে জানালেও রহস্যজনক কারণে নিরব প্রশাসন।

এবিষয়ে উপজেলার হাতিশাইল গ্রামের কৃষক জরীব আলী বলেন, জীবন-জীবিকার সম্বল ফসলী জমি রয়েছে এখানে। পুকুর খনন হোক তারা কেউ সেটা চায় না। কারণ জমি হারিয়ে গেলে বাঁচবে কিভাবে। এসব জমির ধান সারা বছরের খাদ্য জোগায়। তবে, এসব জমিতে বর্তমানে পুকুর খনন করা হলে দুঃশ্চিনায় মারা যাবে অনেকে।

জরীব আলী আরও জানান, এসব জমিতে পুকুর খনন হলে ৭ থেকে ৮টি গ্রামের মানুষ পানি বন্ধী হয়ে পড়বে। সুতরাং দ্রুত পুকুর খনন কাজ যদি বন্ধ না হয় হাজারও মানুষকে বিপদে পড়তে হবে।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ওই এলাকায় পুকুর খনন কাজ বন্ধ করা হয়। বর্তমানে আবারও ওই এলাকায় জমিতে পুকুর খনন কাজ শুরু হয়েছে বলে ফোন আসছে। গেলো মঙ্গলবার বাহিরে ছিলাম। তবে, পুকুর খনন বন্ধ করতে যে কোন সময় অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.