রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৩ pm
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে দুইটি পোল্ট্রি ফিডের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড করা হয়।
অর্থদন্ড প্রাপ্ত দোকান গুলো হলো বাবু পোল্ট্রি ফিড এবং মা পোল্ট্রি ফিড।
জানা যায় বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়ে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর আলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এর লাইসেন্স ব্যতীত পশুখাদ্য বিক্রয় এবং লাইসেন্স বিহীন ওষুধ বিক্রয় করার অপরাধে উভয় দোকানদারকে ৫০০০ টাকা করে জরিমানা ধার্য্য করা হয়।
এছাড়াও লাইসেন্স বিহীন ওষুধ সমুহ জব্দ করা হয়। এই অভিযানটিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম। এই সময় আরো উপস্থিতি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুব্রত কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডাঃ সম্পা দাস, গোদাগাড়ী মডেল থানার এস আই জনাব ফয়জুল হোসেন। আজকের তানোর