সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৭ pm
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমাণ ভেজাল ক্রিম ও ক্রিম তৈরির সামগ্রীসহ দুই ভাইকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ভেজাল ক্রিম তৈরির পর বিভিন্ন জেলায় বিক্রি করতেন তারা।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভাড়োরা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে রুবেলের চারতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ভাড়োরা গ্রামের আব্দুল লতিফের ছেলে সুজন (৩৩) ও বশির আহম্মেদ (৩২)। তারা সম্পর্কে সহোদর।
রাজশাহী জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ডিবির একটি টিম গোপন খবরে রুবেলের চারতলা বাড়িতে অভিযান পরিচালনা করে। টের পেয়ে অভিযানের আগেই পালিয়ে যান রুবেল। তবে তার কারখানা থেকে ১২ কার্টনে থাকা ৫৭৬ পিস ভেজাল লতা হারবাল ক্রিম, ২ হাজার পিস লতা হারবালের খালি কাগজের মোড়ক, ভেজাল লতা হারবাল ক্রিম তৈরির কমলা, হলুদ ও সাদা রঙের পাউডারজাতীয় কেমিক্যাল, সাদা দানাদার ৩০ কেজি উপকরণ, ১৫ লিটার তরল কেমিক্যাল, ভেজাল ক্রিম তৈরির স্টিলের দুটি মেশিন, দুটি ড্রিল মেশিন, ডিজিটাল ওয়েট মেশিন, দুটি ক্লিপ টাইট মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার, স্টিলের ড্রাম ও অ্যালুমিনিয়ামের পাতিলসহ প্রায় ৩ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভেজাল সামগ্রী জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে তারা ওই কারখানায় ভেজাল ক্রিম তৈরি করে আসছিলেন বলে জানান। এগুলো দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আজকের তানোর