সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৭ pm
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোর ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমার পোদ্দারকে বদলি করা হয়েছে। বৃদ্ধ কৃষকের কাছ থেকে ৯ হাজার টাকা ঘুস নেওয়ার ভিডিওচিত্র ফাঁস হওয়ার পর রোববার তাকে নাটোরের নলডাঙ্গা ভূমি অফিসে বদলি করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা তার বদলির আদেশে সই করেছেন।
তিনি জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে সার্ভেয়ার পুলক কুমার পোদ্দারকে নাটোরের নলডাঙ্গা ভূমি অফিসে যোগ দিতে হবে। আগের দিন বুধবার তিনি তানোর ভূমি অফিস থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
উল্লেখ্য, সম্প্রতি জমির খারিজ করে দেওয়ার জন্য এক বৃদ্ধ কৃষকের কাছ থেকে নিজের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলে ঘুস নেন সার্ভেয়ার পুলক কুমার পোদ্দার। এর একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়ে গত বৃহস্পতিবার। পরদিন শুক্রবার জেলা প্রশাসক আবদুল জলিল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হককে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন। এ তদন্ত এখনো শেষ হয়নি। তার আগেই পুলক কুমার পোদ্দারকে বদলি করা হলো। আজকের তানোর