সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪০ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে সাব-রেজিস্ট্রী অফিসের স্থায়ী-অস্থায়ী কর্মচারী ও সনদপ্রাপ্ত দলিল লেখকগণের কর্মসেবার মানোন্নয়ন, দক্ষতা ও উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ এপ্রিল) রোববার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তানোর সাব-রেজিস্ট্রারের কার্যালয় চত্বরে ৪টি পৃথক সেশনে সমাপনী প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম।
তানোর সাব-রেজিস্ট্রার কার্যালয় কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রথম সেশনে প্রশিক্ষণ প্রদান করেন ভবানীগঞ্জ অফিসের সাব-রেজিস্ট্রার তাহাজ্জোদ হোসেন। এছাড়াও দ্বিতীয় সেশনে প্রশিক্ষণ প্রদান করেন তানোর অফিসের সাব-রেজিস্ট্রার তৌহিদুল ইসলাম ও তৃতীয় সেশনে প্রশিক্ষণ প্রদান করেন চারঘাট অফিসের সাব-রেজিস্ট্রার শাহীন আলী।
এসময় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকগণ নিবন্ধন আইন থেকে শুরু করে ভূমি রেজিস্ট্রীর যাবতীয় বিষয় তুলে ধরেন এবং এসব আইন মেনে সকলকে দলিল সম্পাদনের নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় তানোর দলিল লেখক সমিতির আহবায়ক ফাইজুল ইসলাম, সাবেক সভাপতি তাছির উদ্দীন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ দলিল লেখক ও কর্মচারীগণ অংশ গ্রহন করেন। আজকের তানোর