সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৬ pm

সংবাদ শিরোনাম ::
নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি
তানোরে সার্ভেয়ার পুলকের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

তানোরে সার্ভেয়ার পুলকের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে চেয়ার-টেবিল সবই আছে। তবুও অফিসের পূর্ব পাশে যেখানে মোটরসাইকেলসহ অন্য যানবাহন রাখা হয় ওই স্থানটি ভীষণ প্রিয় সার্ভেয়ার পুলক কুমার পোয়াদ্দারের। ভূমি অফিসে সেবা নিতে আসা কৃষকদের সঙ্গে তিনি অফিসে কথা বলেন না।

সেবা গ্রহীতাকে প্রিয় জায়গায় নিয়ে গিয়ে মিটিয়ে নেন অর্থের চুক্তি। ভূমি অফিসে সেবা নিতে আসা মানুষ সার্ভেয়ার পুলক কুমারের ঘুষ বাণিজ্যে অতিষ্ট হয়ে পড়েছেন। সম্প্রতি কৃষকের কাছ থেকে সার্ভেয়ার পুলক কুমারের সরাসরি ঘুষ নেয়ার একটি ভিডিও ফাঁস হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ওই ভাইরাল ভিডিওটি রাজীব সরকার হিরো নামের আইডিতে পাওয়া গেছে। তবে, তিনি পদ্মা টাইমস নামের আইডি থেকে সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেন।

ভিডিওতে দেখা যায়, তানোর উপজেলার বিল্লি এলাকার কাছিমুদ্দিন নামে এক বৃদ্ধ কৃষক ভূমি সংক্রান্ত কাজে তানোর ভূমি অফিসে যায়। সার্ভেয়ার পুলক কুমার তাকে নিয়ে যায় অফিসের পুর্ব পাশে যেখানে মোটরসাইকেলসহ অন্য যানবাহন রাখা হয় সেখানে।

ওই স্থানে সার্ভেয়ার পুলক কুমার নিজের কাজের টাকাসহ নাজির ও ভূমি কর্মকর্তার কথা উল্লেখ করে সেবা প্রত্যাশির কাছে ঘুষ নিচ্ছেন। জমি খারিজের জন্য দর কষাকষি করে আট হাজার টাকা নেন তিনি। প্রথমে ছয় হাজার টাকা দেয়া হয়। এতে তিনি সন্তুষ্ট হননি। পরে ধমক দিয়ে আরও দুই হাজার টাকা নেন। ৩ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটিতে ভূমি অফিসের করুণ চিত্র ফুটে উঠেছে।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, টাকা ছাড়া কোন কাজই করেন না সার্ভেয়ার। সেবা প্রত্যাশিরা ভূমি অফিসে গেলে নানান কৌশলে সার্ভেয়ার পলক কুমার তাদের জটিল পরিস্থিতির মধ্যে ফ্যালেন। এরপর উদ্ধারের পথও তিনিই বলে দেন তবে অর্থের বিনিময়ে।

সম্প্রতি সময়ে রাজশাহীর তানোর উপজেলার গোল্পাপাড়া হাট ঘর বরাদ্দ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যার পেছনে সার্ভেয়ার পুলক কুমার জড়িত বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা মনে করেন।

এবিষয়ে এর আগে রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি ভূমি মন্ত্রাণালয়ের সচিব, মন্ত্রী, দুদক মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে তানোর উপজেলার ভূমি সার্ভেয়ার পুলক কুমার পোয়াদ্দারের সঙ্গে বারবার কথা বলতে চাইলেও তিনি এ নিয়ে কোন কথা বলতেই রাজি হননি। সাংবাদিক শুনে ফোন কেটে দেন। তবে, সার্ভেয়ার পুলক কুমারের সরাসরি ঘুষ নেয়ার একটি ভিডিও চিত্র এপ্রতিবেদকের নিকট সংরক্ষণ রয়েছে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.