সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৬ pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পল্লিচিকিৎসক আবদুল মান্নানকে গলাকেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে নিহতের ছেলে ফাইম হোসেন মিলন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।
আটক দুই ব্যক্তি হলেন, উপজেলার ফতেপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ লিটন (৪০) ও একই গ্রামের আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (৩০)। রাতেই এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এই দুই ব্যক্তিকে আটক করে।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের কলাবাগান থেকে আবদুর মান্নানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই পল্লিচিকিৎসক আবদুল মান্নান শলুয়া ইউনিয়নের কানজগাড়ি গ্রামের বাসিন্দা। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।
চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, আবদুল মান্নান শুক্রবার বিকেলে ইফতারসামগ্রী সঙ্গে নিয়ে পাট খেতে কাজ করতে যান। সন্ধ্যার পরও পাট খেতে থেকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন পাটখেতের পাশের কলাবাগানে আবদুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে।
পরিদর্শক আবদুল লতিফ বলেন, শনিবার সকালে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আবদুল মান্নানের ছেলে ফাইম হোসেন মিলন বাদী হয়ে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেছেন।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কলাচোর কলা চুরি করতে এসেছিল। কলাবাগানের মধ্যে আবদুল মান্নান তাদের চিনে ফেলায় হাসুয়া বা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। আজকের তানোর