শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৮:১২ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৭০ লাখ টাকা মূল্যের ৭০০ গ্রাম হেরোইনসহ শাকিল নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মো. শাকিল (২১) নামের এক যুবককে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা দেড়টার দিকে উপজেলার ফরিদপুর এলাকার একটি আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
শাকিল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকার আল আমিনের ছেলে। তার নামে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরিপুর এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক-সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালান র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। পরে তাকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার ওই যুবকের কাছে ৪টি প্যাকেটে ৭০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ। আজকের তানোর