সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১২:৫০ pm
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে সড়ক ও জনপদের (সওজ) রাস্তায় একটি কালভার্ট সংস্কারের ১ মাসেই ভেঙ্গে গেছে। মোহনপুর থেকে কাশিম বাজার হয়ে তানোর সদরে যাবার সড়কটির আমশো জামিনের বাড়ির নিকটে কালভার্টটি আবারও ভেঙ্গে পড়েছে। কালভার্টটি এভাবে ভেঙ্গে পড়ায় বেশ কয়েকদিন ধরে বিভিন্ন যানবাহন চলাচলে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। কিন্তু সওজের দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলীরা উদাসিন। আজ (১৮ এপ্রিল) সোমবার বিকেলে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
স্থানীয় বাসিন্দা জামিনুর রহমান জানান, ওই কালভার্টটি সম্প্রতি গেলো প্রায় এক মাস আগে মেরামত করা হয়। খোঁদ সওজের কর্মকর্তারা লোক দেখানো এই কালভার্টটি সংস্কার করে। ফলে কালভার্টের মাঝখানে আবারও ভেঙ্গে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করছে। যেকোনো মূহুর্তে পুরো কালভার্টটি ভেঙ্গে মানুষের বড় ধরণের ক্ষতির আশঙ্কা রয়েছে। এঅবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই সংশ্লিষ্টদেরকে অবিলম্বে কালভার্টটি মেরামত করার আহবান জানান তিনি।
এব্যাপারে সড়ক ও জনপদের রাজশাহীস্থ অফিসের উপ-সহকারী প্রকৌশলী ঈদোল উদ্দিনের মোবাইলে ফোন দেয়া হলে তিনি বলেন, বেশ কিছুদিন আগে ওই একই স্থানে কালভার্টটি মেরামত করা হয়। কিন্তু বর্তমানে কালভার্টের কি অবস্থা তা তিনি অবগত নন। তবে, নতুন করে কালভার্টটি ভেঙ্গে থাকলে দূত মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান এই প্রকৌশলী। আজকের তানোর