সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১২:৩৮ pm
ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর তানোরে ১০০ বছরের পুরনো সরকারি রাস্তার ধারে অবস্থিত কড়ই গাছ কর্তনের অনুমতি দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক বলে নিশ্চিত হওয়া গেছে। অথচ ওই তাজা গাছ নাম্বারিং করা ছিল। এছাড়াও জেলা পরিষদের গাছ বলে অভিযোগও উঠেছে। জেলা পরিষদের গাছ কোন ক্ষমতা বলে এসিল্যান্ড কর্তনের অনুমতি দিলেন তা জানার জন্য একাধিক বার তার মোবাইলে ফোন দেওয়া হলেও রিসিভ করেন নি এসিল্যান্ড।
গেলো বুধবার বিকেলের দিকে তানোর-মুন্ডুমালা রাস্তার মুন্ডুমালা কওমি মাদ্রাসার সামনে বিসিআইসির সার ডিলার এমদাদের বাড়ির সামনে ঘটে গাছ কাটার এমন ঘটনা। শত বছরের পুরনো এমন গাছ কর্তন করায় এলাকায় চরম ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। সেই সাথে পরিবেশের ভারসাম্য নষ্টকারী এসিল্যান্ড, ডিলার এমদাদ ও তার ছেলে নাইস ছাড়াও বিএনপি নেতা মোজাম্মেল হকের শাস্তির দাবি তুলেছেন এলাকার সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মুন্ডুমালা পৌরসভার বিসিআইসির সারডিলার এমদাদ সরকারি রাস্তা দখল করে সার কীটনাশকের দোকান দিয়েছেন। দোকান ও তার দালান বাড়ির সামনে ছিল শত বছরের কড়ই গাছ। সেই কড়ই গাছটি বুধবার দুপুরের আগে থেকেই কাটা শুরু হয়। পরে কাটা গাছ মিস্ত্রিরা উঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় এক মিস্ত্রি আসলে ক্যামেরা ধরে জানতে চাওয়া হয় কার হুকুমে গাছ কাটলেন। সাথে সাথে দোকান ঘর থেকে সার ডিলার এমদাদের ছেলে নাইস হুমকি দিয়ে বলেন, কিসের ছবি তুলবেন। আমার ছবি ভালো করে উঠান। আমরা গাছ চুরি করিনি। সহকারী কমিশনার ভূমি স্বীকৃতি প্রামানিক স্যারের লিখিত কাগজ নিয়ে গাছ কেটেছি বলে কাগজ বের করে দম্ভোক্তি প্রকাশ করেন তিনি।
এরপরেই আসেন মুন্ডুমালা বাজারের প্রভাবশালী বিএনপি নেতা শাহিন পেট্রোল পাম্পের মালিক মোজাম্মেল হক। তিনি জানান, এসিল্যান্ড সহ ভূমি কর্মকর্তারা এসে মাপ জোক করে গাছ কাটার অনুমতি দিয়েছেন। এরপরেই বাড়ি থেকে বের হয়ে আসেন সার ডিলার এমদাদ। তিনি কোন কথা না বলে এড়িয়ে চুপ করে দোকানের ভিতরে চলে যান।
গাছ কাটার জন্য কিভাবে অনুমতি দেওয়া হলো এব্যাপারে তানোর সহকারী কমিশনার ভূমি স্বীকৃতি প্রামানিকের ০১৭১৬- ১৪৫৪১৪ নম্বর মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ হয়নি। ঘটনাস্থল থেকেই জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করে বিস্তারিত বলা হলে তিনি বলেন, দ্রুত ব্যবস্হা নেওয়া হবে এবং জেলা পরিষদের গাছ কেন এসিল্যান্ড কর্তনের অনুমতি দেবেন সে ব্যাপারেও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান ডিসি। আজকের তানোর