সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৩৯ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে রোজার শুরুতে পল্লীবিদুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়। এর প্রতিবাদে গত ৭ (এপ্রিল) ইফতার পরে সন্ধ্যায় উপজেলার দেবীপুর মোড়স্থ পল্লীবিদ্যুৎ অফিস কৃষক জনতা ও যুবক সমাজ ফেরাও করেন। এসময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬ মটরসাইকেল ও দুই যুবককে আটক করে থানায় বন্দি করা হয়। এরির্পোট লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাতে পারেন নি কেউ।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রোজার শুরুতে তানোর পল্লীবিদুতের অসহনীয় লোডশেডিং শুরু হয়। ফলে বোরোর জমিতে সেচ সংকটে বিপাকে পড়েন কৃষক জনতা। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে মহাবিড়ম্বনায় পড়তে হয়। এতে অতিষ্ঠ হয়ে ২৪ ঘণ্টা নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে অফিস ঘেরাও করে বিপুল সংখ্যক জনতা। এসময় তানোর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জুহুরুল ইসলামের ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে দুইজন যুবক কৃষক ও ৬ মটরসাইকেল আটক করে।
এব্যপারে তানোর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম মো. জুহুরুল ইসলাম বলেন, উপজেলার কলমা ইউপির বিল্লি ও দিব্যস্থল এলাকার লোকজন ৬-৭টা মটরসাইকেলে ১৫ জন ব্যক্তি অফিসে আসে। এসেই তারা মারমুখি আচরণ করে বিশৃংখলা সৃষ্টি করেন। পরে থানা পুলিশে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে ৬টি মটরসাইকেল ও দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে, উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শক্রমে মামলার জন্য থানায় অভিযোগ দেয়া হবে বলে জানান তিনি।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন, পল্লীবিদ্যুতের লোডশেডিং অভিযোগ করতে এসে বিশৃংখলা সৃষ্টি করে। ফলে ঘটনাস্থল থেকে ৬টি মটরসাইকেল ও দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নাম পেতে পারেন বলে এড়িয়ে গিয়ে মোবাইল সংযোগ বিছিন্ন করেন ওসি। আজকের তানোর