শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৭ pm
ডেস্ক রির্পোট : বেসসরকারি এনজিও সংস্থা বেডোর সমৃদ্ধি কর্মসূচির আওতায় শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থী ও উন্নয়নে যুব সমাজের সদস্যদের অংশগ্রহনে ইউনিয়ন পর্যায়ে মাসব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২ এপ্রিল) বিকেলে পিকেএসএফ’র সহায়তায় বোয়ালিয়া সমৃদ্ধি কর্মসূচির আওতায় বগুড়ার সান্তাহার সরকারি কলেজ ও এনায়েতপুরে পৃথক দুটি মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেডোর (কার্যক্রম) মহাব্যবস্থাপক শেখ মোহাইমিনুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি বেডোর মাইক্রোকেডিট পরিচালক আতোয়ার হোসেন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়নের সদস্য তারিকুল ইসলাম টারজান, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা এহসানুর রাব্বির, ইউসুফ আলী রনি, বেডোর ব্যবস্থাপক হোসেন আলী বাবু, সমাজ উন্নয়ন কর্মকর্তা আবদুর রউফ ও কৃষি উন্নয়ন কর্মকর্তা ইয়াছির আরাফাত প্রমূখ। আজকের তানোর