সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৭:১৮ pm

সংবাদ শিরোনাম ::
উপদেষ্টা সেখ বশিরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের মশাল মিছিল অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আবারও মন্ত্রণালয় পুনর্বণ্টন দরিদ্র মহিলাদের সঞ্চয়ের টাকা ইউপি চেয়ারম্যানের পকেটে, গ্রামপুলিশ অবরুদ্ধ উপদেষ্টা তিনজন, দুজন পাচ্ছেন প্রতিমন্ত্রী মর্যাদা চারঘাটে রাসেল ভাইপার সাপ নিয়ে রামেক হাসপাতালে কৃষক শাহিনুর নাচোলে শিক্ষার্থী অপহরণের মাস্টারমাইন্ড ইউনিয়ন আ.লীগ নেতা ফিরোজ মেম্বার আটক আ.লীগের বিচারের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ কেশরহাটে ওএমএস ডিলার নিয়োগ স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ ইসলামে সুদ খোরের ভয়ংকর শাস্তি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রাসিকের সাবেক মেয়র লিটনের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার ২৪ রাজশাহী জেলা যুবলীগ নেতা রনু ভারতে গ্রেপ্তার বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার
তানোরে মটরসাইকেল ও ট্রান্সফর্মা চুরির হিড়িক

তানোরে মটরসাইকেল ও ট্রান্সফর্মা চুরির হিড়িক

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে মটরসাইকেল ও পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা চুরির হিড়িক পড়েছে। সেইসঙ্গে বিএমডিএ পরিচালিত বেশ কয়েকটি গভীর নলকূপের সার্ভিস তার চুরি গেছে। ফলে জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ছাড়াও সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় গত দেড় মাসের ব্যবধানে ১৫টির মতো মটরসাইকেল আর ৬ সেট পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা ছুরির ঘটনা ঘটেছে। কিন্তু এসব চুরির ক্লু-উদ্ধার ব্যাপারে উদাসিন পুলিশ প্রশাসন।

তথ্যানুসন্ধানে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান থেকে সম্প্রতি গেল (২৬ মার্চ) শনিবার সকাল সোয়া ১০টায় তানোর উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠ থেকে আলমগীর হোসেন নামে এক শিক্ষকের মটরসাইকেল চুরি হয়। তিনি তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক। বাড়ি উপজেলার সরনজাই ইউপির কাশারদিঘি গ্রামে।

শিক্ষক আলমগীর হোসেন জানান, তাঁর ডিসকভারী কালো রংয়ের ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। মটরসাইকেলটি শীতলীপাড়া জামে মসজিদের পাশে রেখে বিশ হাত দূর থেকে নিজ বিদ্যালয়ের ডিসপ্লে দেখছিলেন। খুব জোর ৩ মিনিট পরে মোটরসাইকেল না পেয়ে তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমকে বিষয়টি জানান তিনি। এরপর অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি তাঁর মোটরসাইকেলটি। পরে থানায় সাধারণ ডায়েরী করা হয়।

এঘটনার বেশ কয়েকদিন আগে তানোর পৌর অফিস চত্বর থেকে কেশরহাট পৌর অফিসের এক কর্মচারীর মটরসাইকেল চুরি গেছে। এর রেশ কাটতে না কাটতেই একই স্থান থেকে নবনবী গ্রামের পিন্টু নামের এক ব্যবসায়ীর মটরসাইকেল চুরি হয়। এছাড়াও তানোর সদরের গোল্লাপাড়া বাজার থেকে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর উত্তম সরকারের একটি মটরসাইকেল ছাড়াও মেডিকেল চত্বর থেকে পরপর ৩টি মটরসাইকেল চুরি হয়েছে। তবে, পৌর অফিস চত্বর থেকে দুটি মটরসাইকেল চুরির ব্যাপারে মেয়র ইমরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যাপরে তানোর বিএমডিএর এসও আব্দুল আলিম বলেন, গেলো ১৫ দিনের মধ্যে পর্যায়ক্রমে ৬ সেট পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মা চুরি হয়েছে। এছাড়াও গত বৃহস্পতিবার জিওলে ও কাশিম বাজার এলাকায় গভীর নলকূপের সার্ভিস তার চুরি গেছে। এসব ঘটনা নিয়ে থানায় সাধারণ ডায়রী করা হয়। কিন্তু এতো দিনেও থানা পুলিশ চুরির ঘটনায় কোন ক্লু-উদ্ধার করতে পারেন নি।

এনিয়ে বিএমডিএর তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বেশ কয়েক সেট গভীর নলকূপের ট্রান্সফর্মা ও তার চুরি হয়েছে। প্রতিটি গভীর নলকূপের অপরেটদের সতর্ক করা হয়। এছাড়া চুরি ঠেকাতে এলাকায় মাইকিং করা হয়েছে।

এবিষয়ে তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন- বিএমডিএ’র ট্রান্সফর্মা নয়, ভিতরের কয়েলগুলো নিয়ে গেছে। আর এতো মটরসাইকেল চুরির ব্যাপারে তিনি অবগত নন। তবে, দুটি মটরসাইকেল চুরির বিষয়ে মামলা হয়েছে বলে এড়িয়ে গেছেন ওসি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.