সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:২৭ am
ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুর রহমানের মধ্যে মতবিরোধ প্রকট আকার ধারণ করেছে বলে রাজনৈতিক অঙ্গনে সমলোচনার ঝড় উঠেছে। স্থানীয় অসমর্থিত একাধিক সূত্র জানায়, আগামীতে তানোর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে তাদের মধ্যে এই মতবিরোধের সূত্রপাত তৈরি হয়েছে।
জানা গেছে, মেয়র সাইদুর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতির খোয়াব দেখে সাবেক মেয়র গোলাম রাব্বানীর বিপক্ষে অবস্থান নিয়ে এমপির সঙ্গে সমঝোতার আশায় দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছেন। এমনকি উপজেলা আ’লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে বহিঃস্কারের পর কাউন্সিল আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে গোপণে তাদের সঙ্গে সক্ষ্যতা গড়ে তুলেছেন মেয়র সাইদুর রহমান।
আগামীতে গোলাম রাব্বানী বা তার আত্মীয়-স্বজন মেয়র নির্বাচন করতে পারেন সেই শঙ্কা থেকে রাব্বানীকে রাজনীতি থেকে মাইনাস ফরমুলাই রাব্বানী বিরোধী শিবিরের সঙ্গে গোপণ সক্ষতা গড়ে তুলেছে সাইদুর এমন কথা মানুষের মুখে মুখে প্রচার রয়েছে। এমনকি রাব্বানী রাজনৈতিক অঙ্গনে সরব থাকলে তাকে অর্থের যোগান দিতে হবে, সেই শঙ্কায় সাইদুর গোপণে রাব্বানী বিরোধী শিবিরের সঙ্গে সক্ষ্যতা গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কাউন্সিলর বলেন, মেয়র সাইদুর রহমান পেশায় প্রথমে ছিলেন একজন টোকাই, এরপর চুনিয়াপাড়া গ্রামের একটি ধানভাঙ্গানো মিলের হেলপার থেকে ড্রাইভার পরে মুন্ডুমালা হাটের কুলির সর্দার। এপরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাঁচন্দর ইউপি চেয়ারম্যানের (তৎকালীন) সান্নিধ্যে এসে ভারতীয় কাপড়-চিনি চোরাচালানে জড়িয়ে পড়েন। দেলুয়াবাড়ী রাস্তায় কয়েকবার তার চোরাচালান মাল পুলিশের হাতে ধরাও পড়ে এবং তিনি বেশ কিছুদিন কারাভোগও করেন বলে জনশ্রুতি রয়েছে।
ওই কাউন্সিলর আরও বলেন, বিএনপির প্রয়াত নেতা শীষ মোহাম্মদদের হাত ধরে বিএনপিতে যোগদানের প্রতিশ্রুতি দিয়েে মুন্ডুমালা মহিলা কলেজে নৈশপ্রহরীর চাকরি বাগিয়ে নেন। বিগত দিনে সাইদুরকে নিয়ে দেশের প্রথম শ্রেণীর একাধিক পত্রিকায় খবর প্রকাশ হয়। কিন্ত্ত বিগত পৌর নির্বাচনে রাব্বানীর ঘাড়ে পা দিয়ে বির্তকিত ফলাফলে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। রাব্বানী তাকে কুলির সর্দার থেকে মেয়র করেছেন। অথচ স্বার্থের কারণে এখন রাব্বানীকে এড়িয়ে চলছে এমন আলোচনা পৌর এলাকাজুড়ে মানুষের মুখে মুখে। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারো কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। আজকের তানোর