রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪৩ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পৌর কর্মচারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাচোল পৌরকর্মচারীরা । সম্প্রতিআজ (২৫ মার্চ) শুক্রবার বিকেল ৪টায় পৌর সম্মেলন কক্ষে পৌর মেয়রের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ কালে নাচোল থানার পুলিশ কর্তৃক পৌর কাউন্সিলরসহ পৌর কর্মচারীদের উপর পুলিশী নির্যাতন করার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান।
তিনি বলেন, পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের পিঁপড়াডাঙ্গা মহাল্লার মৃত সলেমানের ছেলে রুহুল আমিন গুঠইল মোজার দাগ নং ৩৯ জে এল নং ৭৬ রকম রাস্তা এর উপর একটি পল্লীবিদ্যুতের পোল স্থানান্তর করার জন্য পল্লীবিদ্যুৎ এর নিয়ম অনুযায়ী ৫ হাজার ১২০ টাকা জমা প্রদান করা হলে পল্লীবিদ্যুতের কর্মচারীরা পোলটি অপসারণের কাজ শুরু করলে রুহুল আমিনের বাধার মুখে পোলটি অপসারণ করতে ব্যর্থ হয়।
পরবর্তীতে ওই স্থানে রুহুল আমিন অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করায় রুহুল আমিনকে পৌর ২০০৯ এর আইন অনুযায়ী ৩৫ ও ৩৬ এর দফা (২) এর নির্দেশনায় নাচোল পৌরসভা কর্তৃক রুহুল আমিনকে পর পর তিনটি চূড়ান্ত নোটিশ প্রদান করে অবৈধ স্থাপনা সরানোর জন্য নির্দেশ প্রদান করা হয়। কিন্তু রুহুল আমিন অবৈধ স্থাপনা অপসারন না করায় উপজেলা নির্বাহী অফিসার ও নাচোল থানা অফিসার ইনচার্জকে বিষয়টি সহযোগিতা করার লক্ষ্যে লিখিত আবেদন দেয়া হয়।
২৪ মার্চ বৃহস্পতিবার অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে পৌর কাউন্সিলরসহ কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে পোলটি অপসারণ করতে থাকলে এক পর্যায়ে রুহুল আমিন তার লাঠিয়াল বাহিনী নিয়ে হামলা চালিয়ে কাউন্সিলর শফিকুল ইসলাম, পৌর শাখার কর্মচারী মমিনুল ইসলাম রাসেল, কঞ্জারভেন্সী শাখার ৮ জন কর্মচারী মারাত্মকভাবে আহত হয়।
বিষয়টি পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোন কিছু না বুঝেই পৌর কর্মচারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেন। এহেন পুলিশের অসহযোগিতার কর্মকাণ্ডকে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পুলিশি নির্যাতনের প্রতিবাদে পৌর কর্মচারীবৃন্দ উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন । আজকের তানোর