শনিবর, ২১ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:২৯ pm

সংবাদ শিরোনাম ::
তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল
কারো চেয়ে কেউ দুর্নীতিতে পিছিয়ে নেই : মোমিন মেহেদী

কারো চেয়ে কেউ দুর্নীতিতে পিছিয়ে নেই : মোমিন মেহেদী

সংবাদ বিজ্ঞপ্তি : ‘গ্যাস-বিদ্যুৎ-তেল-পানিসহ সকল দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাবেশ- শ্বেতপত্র এবং উত্তরণ প্রস্তাব কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কারো চেয়ে কেউ দুর্নীতিতে পিছিয়ে নেই, তার প্রমাণ লাগামহীন দ্রব্যমূল্য।  নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি আরো বলেনম স্বাধীনতার মাসে, পবিত্র রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের অন্যায়ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি থামাতে রাষ্ট্রকে কার্যকর পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। একই সাথে ক্রয় ক্ষমতা  বেড়েছে বলে বলে মন্ত্রী-এমপি-জনপ্রতিনিধিদের ষড়যন্ত্রময় মিথ্যে কথা থামাতে হবে।  ২৫ মার্চ বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা বিভাগীয় সমন্বয়ক জোবায়ের মাতুব্বর, পুরান ঢাকার নেতা আবুল হোসেন, মুন্সিগঞ্জ এনডিবির যুগ্ম আহবায়ক শেখ লিজা, হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, স্বাধীনতার পর থেকে কোন সরকার-ই দ্রব্যমূল্য কমানোর কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং গ্যাস-বিদ্যুৎ-পানি-তেলেসহ বিভিন্ন দ্রব্যমূল্য ব্যবসায়িদের স্বার্থরক্ষায় বৃদ্ধির পর সেই বৃদ্ধি হওয়া মূল্য থেকে কমানোর নাটক করেছে। এমনকি গ্যাস-বিদ্যুৎ-তেল-পানিসহ সকল প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়াতে তাদের ইন্ধন ছিলো। ৫০ বছরে চালে দাম ২০০ বার, তেলের দাম ৫৭ বার, গাড়ি ভাড়া ৫২ বার বৃদ্ধির মত জঘণ্য ঘটনাও ঘটেছে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তখন সেই সরকারের যোগ সাজশে। সত্যিকার্থেই জনগনের কথা কোন সরকারই ভাবেনি। চলমান সরকারও তার কোন ব্যতিক্রমতার প্রমাণ দিতে পারেনি। কথায় কথায় এরা এক দল আরেক দলের ক্ষমতাকালীন যে দুর্নীতি, তার উদাহরণ টানে, অথচ কোন পার্থক্য তৈরি করতে পারে না। এক দলের ক্ষমতাকালীন সরকার ২০০ কোটি, তো আরেক দলের ক্ষমতাকালীন সরকার সেই রেকর্ড ভেঙ্গে ২ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে। কারো চেয়ে কেউ দুর্নীতিতে পিছিয়ে নেই, তার প্রমাণ লাগামহীন দ্রব্যমূল্য। এমতবস্থায় আমজনতাকেই ভোগ করতে হচ্ছে সকল ভোগান্তি। জনগন দুর্নীতির হাত থেকে মুক্তি চায়, দ্রব্যমূল্য কমানোর জন্য সুপরিকল্পিত পদক্ষেপ চায়।

এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মম মহামারি করোনা পরিস্থিতিতে আমজনতার রুটি-রুজি-জীবন-জীবিকার কথা ভেবে ব্যয়ভার কমিয়ে আয় বাড়ানোর লক্ষ্যে, বেকারত্ব ঘোচানোর জন্য কার্যকরী পদক্ষেপ নেয়াসহ বিভিন্ন ইস্যু বাস্তবায়নের দাবিতে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।  সূত্র : [email protected]

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.