সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৬ am
ইমরান হোসাইন :
রাজশাহীর তানোরে উন্নয়ন মেলা চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আজ (২২ মার্চ) মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে ২টা পর্যন্ত চলে এ উঠান বৈঠক। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সপ্তাহ ব্যাপি উন্নয়ন এ মেলা বৈঠকে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও আনন্দ মোহন উচ্চ বিদ্যলয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র ভূঁইমালী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান ও তথ্য কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীগণ। এতে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।
প্রসঙ্গ, উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহ ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে অনন্ত ৭ দিন।
সম্প্রতি গেলো সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের আবাসিক চত্বরে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে এ মেলা আরাম্ভ করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের ২০টি স্টোল অংশগ্রহণ করেছেন। আজকের তানোর