সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩১ am
ভ্রাম্যমান প্রতিবেদক :
রাজশাহীর তানোরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচী মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (১৭ মার্চ) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা হলরুমে কেক কেটে বঙ্গবন্ধুর জীবনীসহ শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনাসভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন, তানোর সহকারী কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনিয়া সরদার এবং ভাইস চেয়ারম্যান আবুবাক্কার সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আজকের তানোর