সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০১:১১ pm
ডেস্ক রির্পোট : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১২ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে ট্রাকটি (বগুড়া ট ১১-১২৬৮) নিয়ন্ত্রণ হারিয়ে তেলসহ খাদে পড়ে যায়।
এ ঘটনায় ট্রাকের চালক এবং হেলপার আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই এলাকায় একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খালে পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা সয়াবিন তেলের বেশ কিছু ড্রাম ছিটকে পানিতে পড়ে যায়। ওই ট্রাকটিতে মোট ৬০ ড্রাম সয়াবিন তেল ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে ভবেরচর হাই ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল বাবুল বলেন, আমরা শুনেছি দঁড়ি বাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় একটি লোকাল বাসকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সূত্র : পদ্মাটাইমস