রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৯ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
সাকিব-মুশফিকে হারানো ঐতিহ্য ফেরাতে চায় মোহামেডান

সাকিব-মুশফিকে হারানো ঐতিহ্য ফেরাতে চায় মোহামেডান

ক্রীড়া ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে গত এক যুগ ধরে শিরোপা খরায় ভুগছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এবারের আসরে শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজেদের হারানো ঐতিহ্য ফেরাতে চায় মতিঝিলের ক্লাবটি।

এবারের ঢাকা লিগে শিরোপার খরা ঘোচাতে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, নাজমুল ইসলাম অপু, শুভাগত হোম, রনি তালুকদার ও সোহরাওয়ার্দী শুভর মতো তারকাকে দলে নিয়েছে মোহামেডান।

সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও হাফিজদের মতো তারকাদের দলে নেওয়া প্রসঙ্গে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, এরকম একটা ফ্রেম আমি অনেক দিন স্বপ্ন দেখেছি। এবার সেই স্বপ্ন পূরণ হলো। আমাদের বোর্ড ও উপদেষ্টামণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাই, উনাদের অনেক চেষ্টায় আমরা এ ফ্রেম তৈরি করতে পেরেছি। আশা করি, মোহামেডান ক্লাব তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে।

ঢাকা লিগের আসন্ন আসরে মোহামেডানকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।  তিনি বলেন, এ ফ্রেমটা অনেক ভালো। তবে আমি চেষ্টা করব, এই ফ্রেমে যেন ট্রফিটা যুক্ত হয়- তাহলেই ফ্রেম পূর্ণতা পাবে। মোহামেডান যে দল গড়েছে এবার সবার সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়নশিপ অবশ্যই আমাদের কাছে আসবে। আমাদের সঙ্গে আছেন ইমরান স্যার, অনেক অভিজ্ঞ কোচ। আশা করি, তার হাত ধরে শিরোপা জিততে পারব আমরা।

শুক্রবার দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে থাকার কারণে সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-তাসকিন ও মেহেদি হাসান মিরাজরা ঢাকার লিগের কিছু ম্যাচে মোহামেডানের প্রতিনিধিত্ব করতে পারবেন না। সেই সময়ে মুশফিকের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম।

এ ব্যাপারে মুশফিক বলেন, আমাদের দল সেভাবেই গড়া হয়েছে যে আমরা না থাকলেও গভীরতা অনেক থাকবে। সাকিব বা রিয়াদ ভাই কিংবা তাসকিনের মতো ক্রিকেটারদের তো বিকল্প হয় না। তবে বেশ কিছু অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের সমন্বয়ে আমাদের দলটা গড়া হয়েছে। জাতীয় দলে শুধু মোহামেডানের নয়, অন্যান্য দলেরও বেশ কজন ক্রিকেটার থাকবে, সবারই শক্তি কিছু কমবে।

মুশফিক আরও বলেন, আশা করি, আমরা দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার আগে খুব ভালো একটা জায়গায় পাব দলকে। আমরা সেই মোমেন্টাম সামনে এগিয়ে নিতে চেষ্টা করব।

গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলা সাকিব বলেন, এবারো মোহামেডান ক্লাবের অংশ হতে পেরে ভালো লাগছে। ভালো এক দল ক্রিকেটার আছে। আশা করি মুশফিক ভাই যেটা বলেছেন, আমরা তা অর্জন করতে সক্ষম হব। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.