সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১৯ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
তানোরে খাস জায়গায় মুকুলে ভরা আমগাছ কর্তন

তানোরে খাস জায়গায় মুকুলে ভরা আমগাছ কর্তন

ভ্রাম্যমান প্রতিবেদক : রাজশাহীর তানোরে সরকারি খাস জায়গায় থাকা মুকুলে ভরা আমগাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বাধাইড় ইউপির ঝিনাখৈর ডাকাতমারী পাড়ায় ঘটেছে এমন অমানবিক ঘটনা। এঘটনায় ওই এলাকাসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। সেই সাথে গাছ বিক্রির মূলহোতা স্হানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ও আলমগীরের চরম শাস্তির দাবি উঠেছে।

এদিকে, স্হানীয় বাসিন্দাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে মুন্ডুমালা তহসিলদার গাছকর্তন বন্ধ করে দেন। কিন্তু মুকুল আসা দশটির মত গাছ কাটলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়েছেন স্হানীয়রা।

রোববার সন্ধ্যার আগে ঘটনাস্হলে গিয়ে দেখা যায়, মাঝে রয়েছে মাটির রাস্তা। পূর্ব দিকে খাস পুকুর। মাটির রাস্তার পশ্চিমে রয়েছে একটি টিনের বাড়ি।রাস্তার দুপাশে মুকুলে ভরপুর অর্ধশতেরও বেশি আমগাছ। সেখানে কিছু কিশোর এবং মহিলারা এই প্রতিবেদককে দেখে কাছে আসেন। তাদের কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তারা জানান, গাছগুলো কেটেছেন জয়নাল আবেদিন পরিচিত ঝুনু নামের একব্যক্তি। কিন্তু কয়েক দিন ধরে গাছ কাটা বন্ধ আছে।  প্রতিটি গাছে প্রচুর মুকুল এসেছে। তারপরও গাছগুলো কেটে মরুপ্রান্তর করা হয়েছে। গাছগুলোই পাড়ার মানান হিসেবে ছিল। সব সময় পাখির কলহ লেগেই থাকত।

ঝিনাখৈর মোড়ে রয়েছে ঝুনুর দোকান। তার কাছে জানতে চাওয়া হয় খাস জায়গার গাছ কিভাবে বিক্রি এবং কাটা হল তিনি জানান, পুরোটা খাস না।গাছগুলো বিক্রি করেছেন আওয়ামী লীগ নেতা শফিকুল। তিনি কার কাছে কিভাবে বিক্রি করে কাটছেন আমি কিছুই জানি না। ৫৪টির মত গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করেছে শফিকুল এর বেশি জানি না। এর ফাঁকেই আসেন আরেক নামধারী নেতা আলমগীর। তিনি জানান, ঝুনু আমার আপন খালু। তিনিই গাছগুলো লাগিয়েছেন। কিছুটা খাস আছে। আমের জাত ভালো না এজন্য বিক্রি করেছে। আর আমার খালু বয়োজ্যেষ্ঠ সবকিছু শফিকুল করেছে বলে জানান তিনি।

সোমবার সকালের দিকে শফিকুলের ০১৭৩৫-৯৪৬৫১৬ নম্বর মোবাইলে কথা বলা হলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, আমার জায়গা। আমি কেন গাছ কটতে বলব বলে এড়িয়ে যান তিনি।

উপজেলার মুন্ডুমালা ভূমি অফিসের তহসিল অফিসের তহসিলদার রবিউল ইসলাম জানান, রোববারে ঘটনাস্হলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। জায়গা জরিপের পরে বোঝা যাবে। কতদিনের মধ্যে জায়দা জরিপ হবে এবং যে কয়টি গাছকাটা হয়েছে এর বিরুদ্ধে কোন ব্যবস্হা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি জানান, এসিল্যান্ড স্যারকে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.