সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৮ am
ভ্রাম্যমান প্রতিবেদক : আগামী ৭ই মার্চ ও ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ছাড়াও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজশাহীর তানোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শনিবার সন্ধ্যার দিকে গোল্লাপাড়া বাজারস্হ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খান।
দিবসগুলো পালনের জন্য নানা বিষয়ে দিকনির্দেশনা দেন সভার প্রধান আলোচক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হক খান, তানোর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু ও দপ্তর সম্পাদক জিল্লুর রহমান।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলার কামারগাঁ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সহসভাপতি বদিউজ্জামাল নয়ন, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন শাওন, কামারগাঁ ইউপি সদস্য লুৎফর রহমান ও সরনজাই ইউপির ওয়ার্ড মেম্বার আব্দুল আলিম প্রমুখ। এসময় উপজেলা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকের তানোর