সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৯ am
ভ্রাম্যমান প্রতিবেদক : দেশে চলমান সঙ্কট, প্রতিটি পণ্যের মূল্য বৃদ্ধি, দাম কমাও জনগণ বাঁচাও, স্লোগান এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি বিদেশে উন্নত চিকিৎসা সহ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে রাজশাহীর তানোরে বিএনপির বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শেষ বিকেলের দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গোল্লাপাড়া বাজারস্হ বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সভাটি। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, সাধারণ সম্পাদক সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, পৌর বিএনপি নেতা ওবায়দুর রহমান, পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মোল্লা ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দেশে ভোটাধিকার না থাকলেও ঘটা করে ভোটার দিবস পালন হয়। হুহু করে বাড়ছে সকল ধরনের নিত্যপণ্যের দাম। সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। এমন এক অবস্হাতে চলছে সবকিছু। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না।
বক্তারা আরও বলেন, প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন যাত্রা। সরকারের কাছে দাবি করেন বাজার ব্যবস্হা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান হয়। এসময় উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকের তানোর