রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০৫ am
ডেস্ক রির্পোট : পূর্বশত্রুতার জেরে একটি বরই বাগানের ফলসহ প্রায় ৫০টি বরই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের লিটন আহম্মেদের বাগানের ওই গাছগুলো শত্রুতার বলি হয়। এ ঘটনায় বরই চাষি লিটন গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক লিটন অভিযোগ করে বলেন, প্রায় দুই বিঘা জমির বরই বাগানে নারিকেল, আপেল কুলসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলসহ বরই গাছ ছিল। এর মধ্যে ৫০টি গাছ কেটে ফেলা হয়। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার এতিম দুই সন্তানের জমিজমার বিষয় নিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী খলিফার সঙ্গে দূরত্ব চলছিল। তারা এবং এলাকাবাসী মিলে ওই এতিম শিশু দুটির জমি ভাগ-বন্টনের ব্যাপারে এগিয়ে আসাতে ইউসুফ আলী ও তার পালিত জামাই সামসুল ক্ষিপ্ত ছিলেন। প্রায়ই বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন তারা। মূলত ইউসুফ আলীর ইন্ধনে সামসুল হক শত্রুতার জেরে বরই গাছগুলো কাটতে পারেন।
অভিযুক্ত সামসুল হক জানান, তিনি ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নন। সন্দেহবশত লিটন তাকে গাছ কাটার সঙ্গে জড়িয়েছেন।
গাছ কাটার বিষয়টি অস্বীকার করে সাবেক পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, উত্তরাধিকার সূত্রে প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের স্ত্রী-সন্তানদের সম্পত্তি পারিবারিকভাবে বন্টন করা হয়েছে। তবে দলিল সম্পাদন করা হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, লোকমুখে বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজকের তানোর