নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তৈল, বীজ, মসলা উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ ফেব্রয়ারী) রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার হরিদাগাছিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সিরাজুল ইসলাম। কৃষি কর্মকর্তা কৃষিবিদ রহিমা খাতুনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং পরিচালক শ্রী নিবাস দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিসার আব্দুল ওয়াদুদ, আঞ্চলিক উপ-পরিচালক (শস্য) উম্মে ছালমা, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। আজকের তানোর