রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০২:২৪ pm

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
ভাষা-সমস্যায় তানোরের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা

ভাষা-সমস্যায় তানোরের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা

রাজশাহীর তানোরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা স্কুলে নিজ ভাষায় শিক্ষা পাচ্ছে না। খবরটি শুনে মন খারাপ হয়ে গেল। ভাষার প্রশ্নে এই ভূখণ্ডের মানুষ যে সংগ্রাম চালিয়েছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে তারা কেন এতটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেটা বুঝে ওঠা দায়। বাংলাদেশে বাংলা ছাড়াও সব নৃগোষ্ঠীর ভাষা বাঁচিয়ে রাখা যে জরুরি, সে কথা সবাই জানে। কিন্তু পরিকল্পনা করার সময় কেন তা বাদ পড়ে যায়, সেটাই রহস্য।

তানোরের জোতগরীব আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল আছে। স্কুলটির নামের সঙ্গেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্ক রয়েছে, সেটা বোঝা যায়। কিন্তু সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে কোন ভাষায়? স্রেফ বাংলায়। যত বই আছে, তার সবই বাংলা ভাষায়। তাহলে এলাকার ছয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা তাদের মাতৃভাষা সংরক্ষণ করবে কী করে? শুধু বাড়িতে বা নিজ সমাজের অভ্যন্তরের মানুষের সঙ্গে বাতচিত করেই বাঁচিয়ে রাখতে হবে মাতৃভাষা?

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার বিষয়ে বলেছেন, ‘…তারা প্রচলিত ভাষা যেমন শিখবে, পাশাপাশি তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ ও অন্তরে ধারণ করতে পারবে। …যাদের বর্ণমালা আছে, তাদের বই তৈরি করে দিয়েছি। এবার ৩৩ হাজার বই তাদের মাঝে বিতরণ করা হয়েছে।’

প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার প্রতি যে গুরুত্ব দিয়েছেন, যা প্রশংসার যোগ্য। তাঁর বক্তৃতার পথ ধরে আমাদের প্রশ্ন থাকবে তাঁদের প্রতি, যাঁরা শিক্ষাবিষয়ক ভাবনা এগিয়ে নিয়ে যান। আমরা সবাই জানি, ইংরেজির চাপে বাংলার এখন মরণদশা। ফেব্রুয়ারি মাসেই শুধু বিভিন্ন মাধ্যমে বাংলা নিয়ে গর্ব করতে দেখা যায়। এ মাসেই ভাষা নিয়ে নানা আক্ষেপ প্রকাশিত হয়। কিন্তু আমাদের করপোরেট জগৎ, আমাদের উচ্চ আদালত, আমাদের শিক্ষা—সর্বত্রই বাংলা হয়ে থাকে উপেক্ষিত। দেশের একজন নাগরিক আদালত থেকে কোন রায় পেলেন, তা ইংরেজি না জানার কারণে বুঝতেও পারেন না। তিনি দোষী কি নির্দোষ—সেটা বুঝতে হলে তাঁকে দৌড়াতে হয় ইংরেজি জানা মানুষের কাছে। এ বড় লজ্জার কথা। তাই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের কথা বলা হলে তা বোঝার ওপর শাকের আঁটির মতো মনে হতে পারে। কিন্তু একটু শান্ত মনে ভাবলে যে কেউ বুঝতে পারবে, এই ভাষাগুলো বাঁচিয়ে রাখা কতটা জরুরি। এক একটা ভাষার মৃত্যুর অর্থ এক একটা সংস্কৃতি, ঐতিহ্যের মৃত্যু।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেরই নিজস্ব বর্ণমালা নেই। কারও কারও আছে। যাদের আছে, তাদের পড়াশোনা এবং বিনোদনের জন্য বই, পত্রিকা প্রকাশ করতে হবে। মাতৃভাষা মানে যে একেবারেই সহজভাবে মায়ের ভাষাকেই বোঝানো হচ্ছে, সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি। যার মা যে ভাষায় কথা বলছেন, সেটাই সেই সন্তানের মায়ের ভাষা। সেই ভাষা রক্ষা করা দরকার। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.