রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৯ pm
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কোনো রাশিয়ান সেনা নেই বলে দাবি করেছেন সেখানকার মেয়র ভিটালি ক্লিটসকো। রুশ আক্রমণ থেকে কিয়েভ প্রতিরোধ গড়ে তুলেছে বলেও দাবি করেছেন তিনি। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভিটালি ক্লিটসকো বলেন ‘সামরিক, আইন প্রয়োগকারী এবং আঞ্চলিক প্রতিরক্ষা’ কর্মকর্তারা ‘নাশকতাকারীদের সনাক্ত এবং দমন’ চালিয়ে যাচ্ছেন।
রোববার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় ক্লিটসকো বলেন, রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে কিয়েভে এক শিশুসহ নয়জন বেসামরিক নাগরিক ‘নিখোঁজ বা নিহত’ হয়েছে।
তবে কিয়েভের বাসিন্দাদের সোমবার পর্যন্ত বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাইরে বের হলে কেউই ‘শত্রুর নাশকতাকারী গ্রুপের সদস্য হিসেবে বিবেচিত হবে’ বলে কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।
বিবিসির প্রযোজক ক্যাথি লং জানিয়েছে, রোববার কিয়েভের পরিস্থিতি শান্ত ছিল। পুলিশ, সামরিক বাহিনী এবং সশস্ত্র স্বেচ্ছাসেবক ছাড়া কিয়েভের রাস্তায় আর কাউকে দেখা যায়নি।
শুক্রবার থেকে রুশ বাহিনী কিয়েভ শহরের উপকণ্ঠে রয়েছে বলে জানা গেছে, কিয়েভ জুড়ে গোলাগুলি এবং গুলির শব্দ শোনা যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। আজকের তানোর