সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩৫ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে তালন্দ লোলিত মোহন ডিগ্রী কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আজ (২৭ ফেব্রুয়ারী) রোববার সকাল থেকে দুপুর কলেজ চত্ত্বরে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, উক্ত নির্বাচনে ভোটার সংখ্যা ১০০ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৭ জন। বাঁকি ১৩ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
শিক্ষক প্রতিনিধি পদে ৬ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এদেও মধ্যে ব্যবস্থাপনা বিভাগের (সাচি) শিক্ষক উমর আলী ৫১ ভোট ও সহকারী শিক্ষক সোহেল রানা ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও ইংরেজী বিভাগের শিক্ষক সাবিহা সুলতানা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, পরিসংখ্যান বিভাগের শিক্ষক কবির হোসেন ৩৫ এবং ভূগোল বিভাগের শিক্ষক বিকাশ ৩৯ ভোট পেয়েছেন। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস প্রিন্সিপাল ড. মোহাম্মদ জসিমুদ্দিন। আজকের তানোর