শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:৩৩ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে করোনা ভ্যাকসিন টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (২ ফেব্রুয়ারী) রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এসময় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
প্রথমে এই টিকা নেন, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার সহায়ক (ওটিবয়) রফিকুল ইসলাম (৪০)। তিনি পবা উপজেলার দারুসা গ্রামের বাসিন্দা। পরে এই ভ্যাকসিন টিকা মেডিকেলের নার্স বিলকিস খাতুন ১০ জনকে প্রদান করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) রোজী আরা খাতুন বলেন, ১ হাজার ৩২৭ ভায়াল বরাদ্দ পাওয়া গেছে। প্রত্যেক ভায়ালে ১০ দোজের ভ্যাকসিন টিকা রয়েছে। ইতিমধ্যে ১০ জনকে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, শুরু থেকে ৮৪ জন রেজিষ্টেশন করলেও উদ্বোধনের প্রথম দিনে ১০ জনকে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে। আজকের তানোর