রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ১১:০৪ am

সংবাদ শিরোনাম ::
বদলে যাচ্ছে পুলিশ, স্থায়ী রূপ পাচ্ছে ‘পুলিশ কমিশন’ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেফতার দেশের ক্রিকেট, ব্যর্থ বোর্ডের ব্যর্থ দল : লেখক, গুঞ্জন রহমান জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য প্রান্তিক কৃষকদের সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে : তারেক জিয়া নগরীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা তানোরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব সম্পাদক হাবিব নির্বাচিত নাচোলে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নগরীতে পুলিশের অভিযানে ১৩ জন গ্রেপ্তার নাচোলে কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটকের দাবি স্বজনদের রাজধানীতে কঠোর অভিযানের পরও বেপরোয়া অপরাধীরা মেঘনা নদীর পারে মানুষ বিক্রিতে ওরা কোটিপতি নির্বাচিত সংসদ ছাড়া করা যায় না সংবিধান পরিবর্তন : গয়েশ্বর সকল ধর্মের মানুষ মিলে সুন্দর দেশ গড়তে চাই : সেনাপ্রধান কৃষক-বিজ্ঞানী সম্মেলনে মালয়েশিয়ায় স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল হবে : আসিফ নজরুল দুর্গাপুরে ‘অরবিট কোচিং’ সেন্টারে এসএসসি প্রস্তুতি ক্লাসের উদ্বোধন কীর্তিমান আব্দুর রাজ্জাকের বীরত্ব আজও মনে পড়ে মুক্তিযোদ্ধাদের জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার আসিফ নজরুল রাজশাহীতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার
বাঘায় জামাত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

বাঘায় জামাত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

নিজন্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মিছিল করেছে জামাত-শিবির। খবর পেয়ে পুলিশ মিছিলে বাধা দিলে তাদের উপর ইট-পাটকেল নিক্ষেপসহ একটি ককটেল বিস্ফেরণ ও হামলা করে পালিয়ে যায় তারা।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে বাঘা মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন পুলিশ আহত হয়েছে। পরে সেখান থেকে ৭ জন জামাতকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জামাত-শিবিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ পথসভা করেছে উপজেলা আওয়ামীলীগ।

আটকরা হলেন-উপজেলার আড়পাড়া গ্রামের রাজিব (৩০), হাবাসপুর গ্রামের শফিকুল (২৫), খায়ের হাট গ্রামের হাফিজুল (৪১), ঢাকা চন্দ্রগাথি গ্রামের সেকেন্দার আলী (৫৫), জোতরাঘর গ্রামের খোশবুর রহমান (২৫), জোতনশী গ্রামের আব্দুল মান্নাফ (৩০) ও চন্ডিপুর গ্রামের নাসির উদ্দিন (৪৯)।

স্থানীয় লোকজন জানান, এদিন বিকেলে বাঘা মাজার এলাকায় কোন ইস্যু ছাড়া প্রায় ৫০-৬০ জন জামাত-শিবির গোপন বৈঠক করছিলো । খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়।পরে তারা মিছিল বের করে বাঘা বাজারের দিকে আসতে থাকে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে।এ ঘটনায় বাঘা থানা পুলিশের উপ-সহকারি পুলিশ পরিদর্শক (এ.এস.আই) আব্দুর রহিম ,(এ.এস.আই) মন্টু মিয়া এবং কনস্টেবল আব্দুল আহাদ, হারুনুর রশিদ ও প্রদীপসহ পাঁচজন আহত হয়েছে।

পরবর্তীতে সেখানে আরও অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে তাদের ধাওয়া করে। এসময় ৭ জন জামাত কর্মীকে আটক করা হয় । পরে আহত পুলিশরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন।

বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে বাঘা মাজার এলাকায় জামাত-শিবির গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা মিছিল বের করে এবং পুলিশের উপর হামলা চালানোসহ ইট-পাটকেল ও একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় তারা। এ সময় পুলিশ ৭ জন জামাত কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে খবর পেয়ে বাঘা উপজেলা আওয়ামী লীগ তাৎক্ষণিক একটি প্রতিবাদ মিছিল বের করে। উপজেলা মুজিব চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। এই মিছিলটি দলীয় কার্যালয় থেকে বাঘা বাজার হয়ে উপজেলার পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন মুজিব চত্বরে মিলিত হয়। সেখানে জামাত-শিবিরের কর্মকান্ড তুলে ধরে প্রতিবাদী বক্তব্য রাখেন উপজেলা আলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

এই মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম শেখ,বঙ্গবন্ধু সৈনিক লীগের বাঘা উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক যুবাইদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেন সুরুজ, প্রমুখ।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.