শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৪ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী

চারঘাটে দিনবদলে কৃষক মাঠ স্কুল

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : বই, খাতা, কলম বা পেনসিল ছাড়াই চলছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে পাঠদান দেওয়া হচ্ছে কিষান-কিষানিদের। এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কৃষক মাঠ স্কুল। এ স্কুলের অধিকাংশ শিক্ষার্থী নিরক্ষর। তবে এই স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তি খেতে প্রয়োগ করে চারঘাট উপজেলার অনেক কিষান-কিষানির দিনবদলে সুদিন ফিরেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে নিরাপদ ফসল উৎপাদন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট (আই পি এম) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলের কার্যক্রম শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন পর্যায়ক্রমে চারঘাটের ১০টি স্কুলে ২৫০ জন শিক্ষার্থীকে সপ্তাহে দুই দিন পাঠদান দেওয়া হয়। ছয় মাস মেয়াদে প্রতিটি স্কুলে ৫০ জন কিষান-কিষানি বিনা বেতনে ভর্তি হন। তাঁদের সপ্তাহে দুই দিন দুজন শিক্ষক দুই ঘণ্টা করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের শিক্ষা দেন। পরিচয় করানো হয় উচ্চ ফলনশীল ফসলের জাতের সঙ্গে। বিজ্ঞানসম্মতভাবে হাঁস-মুরগি, গাভি ও ছাগল পালন এবং মাছ চাষ করে বাড়তি আয়ের পথও দেখানো হয়।

সরেজমিন উপজেলার শলুয়া ইউনিয়নের মালেকার মোড় এলাকায় গিয়ে দেখা যায়, দুই দল কিষান-কিষানি বেশ মনোযোগ দিয়ে ক্লাস করছেন। শিখছেন কৃষির নানা উন্নত প্রযুক্তি। সেখানেই তৈরি করা হচ্ছে কম্পোস্ট সার। রোদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য সার তৈরির জায়গায় দেওয়া হয়েছে টিনের চালা। সাধারণ কম্পোস্ট ছাড়াও কৃষকেরা তৈরি করছেন খামারজাত কম্পোস্ট, কুইক কম্পোস্ট ও কেঁচো কম্পোস্ট। পার্শ্ববর্তী সবজি খেতে সেগুলো প্রয়োগ করছেন।

এই স্কুলের শিক্ষার্থী শিবপুর গ্রামের কৃষক সাজ্জাদ হোসেন বলেন, মাঠ স্কুল তাঁর জীবনে সচ্ছলতা এনে দিয়েছে। আগে ৮০ শতক জমি চাষ করে তিন বেলার খাবার জুটত না। সেখানে এখন খাওয়া-পরা, সন্তানদের পড়াশোনার খরচ দেওয়ার পরও বছরে ৫০ হাজার টাকা আয় থাকছে।

ঝিকড়া গ্রামের কৃষক রাশিদুল ইসলাম বলেন, স্কুলে শিখে নিজের তৈরি সার দিয়ে তাঁরা এখন ফসল ফলান। রাসায়নিক সারের বদলে খেতে কেঁচো সার দেন। খেতে পাখি ডেকে আনাও যে কৃষিকাজের অংশ তা এই স্কুলে না পড়লে তাঁরা জানতে পারতেন না।

উপজেলার পরানপুর গ্রামের গৃহবধূ মাজেদা বেগম বলেন, স্কুলটি থেকে পারিবারিকভাবে খামার করে পরিবারের পুষ্টির চাহিদা মেটানো এবং আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি, ছাগল, ভেড়া ও গবাদিপশু পালন সম্পর্কে জানতে পেরেছেন তিনি।

আইপিএম কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষক ও উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা বলেন, এই স্কুলের মাধ্যমে বিভিন্ন চাষাবাদের মাঠ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কৃষক উপকারী পোকা মাকড় ও ক্ষতিকারক পোকা মাকড় এবং কৃষির উন্নত প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, কৃষক মাঠ স্কুলে শেখানো হয়েছে কৃষিতে বিজ্ঞানভিত্তিক পন্থায় ধান-সবজিসহ সব ধরনের আবাদের কলাকৌশল। স্কুলে শেখানো কৃষিপ্রযুক্তির শিক্ষা মাঠে প্রয়োগ করে চারঘাটের অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে। ভবিষ্যতে এই স্কুলের কার্যক্রম আরও বাড়ানো হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.