সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৯ pm

সংবাদ শিরোনাম ::
বাঘায় দিনমুজুরকে গলা কেটে হত্যা, ভায়রা জেলহাজতে তানোরে সিএনজি চালকরা দাবি আদায়ে রাস্তায়, দুর্ভোগে যাত্রীরা পবায় গাঁজাসহ এক দম্পত্তি গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ ১৪ জন গ্রেপ্তার নাচোলের কৃতিসন্তান সানাউল্লাহ নতুন নির্বাচন কমিশনার হিসেবে শপথ গ্রহণে এলাকাবাসীর অভিনন্দন রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি
‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন রাজশাহীর পাঁচ নারী

‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন রাজশাহীর পাঁচ নারী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০২২ সালের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

রোববার রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমপি ফজিলাতুন নেসা ইন্দিরা।

বিভাগীয় পর্যায়ে বিজয়ী শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা সিরাজগঞ্জ সদরের সানজিদা আক্তার শিমু, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা রাজশাহী মহানগরীর সপুরা এলাকার ড. হোসনে আরা আরজু, সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন বগুড়ার নন্দীগ্রামের বুলবুলি রানী বর্মণ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে এই ক্যাটাগরিতে জয়িতা হয়েছেন বগুড়ার ধুনটের ফৌজিয়া হক বীথি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে জয়িতা হয়েছেন পাবনা সদরের কামরুন নাহার।
প্রতিমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আর নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত এ দেশকে শুধু পুনর্গঠনই করেননি, নারীর অধিকার নিশ্চিত করেছেন। স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সংবিধানের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার শীর্ষে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে এখন নারীদের সমান বিচরণ। করোনাকালেও নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। ৬৪ জেলায় নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। করোনাকালে ১০ লাখ ৪০ হাজার নারীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগে উদ্যোক্তাদের জন্য স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।

আর জীবন সংগ্রামে অদম্য জয়িতাদের জন্য প্রতিটি বিভাগে ১০ তলা ভবনের পরিকল্পনা নেওয়া হয়েছে; যা দ্রুতই বাস্তবায়ন হবে। এছাড়া কর্মজীবী  ও পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আর জয়িতা সম্মাননার মাধ্যমে অন্য নারীরাও উৎসাহ-উদ্দীপনা পাচ্ছেন বলে জানান প্রতিমন্ত্রী।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) ড. জিএসএম জাফরউল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

এছাড়া রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার সাজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.