সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৫ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কেশরহাট-কামারগাঁ রাস্তার পাশে উজল্যাকুড়ি গ্রামে খাস জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
এঘটনায় সম্প্রতি ১৭ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার এলাকাবাসি ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অত্র ইউপির কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাবশালী নিখিল কুমার প্রভাববিস্তার করে খাস-জমিতে দোকানঘর নির্মাণ শুরু করেছেন। এঘটনায় গ্রামবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও প্রকাশ্যে কেউ প্রতিবাদ করতে সাহস পারছেন না।
এবিষয়ে জানতে চাইলে নিখিল কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, তার জায়গায় তিনি ঘর নির্মাণ করছেন। তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে নৌকার ভোট করায় নৌকার বিরোধীরা তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে অত্র কামারগাঁ ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তার বলেন, এলাকার লোকজন ফোনে তাকে ঘটনা জানিয়েছেন। বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আজকের তানোর