রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪২ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ঘোমটা পাগড়ি ক্রশ, টিপ-চুড়ির ব্যাপারে কী হবে, কর্ণাটক হাইকোর্টে প্রশ্ন

ঘোমটা পাগড়ি ক্রশ, টিপ-চুড়ির ব্যাপারে কী হবে, কর্ণাটক হাইকোর্টে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব ইস্যু নিয়ে ভারতের কর্ণাটকে বিতর্ক থামছেই না। ক্লাসরুমে হিজাব পরার দাবি জানিয়ে কয়েকজন ছাত্রীর পিটিশনের চতুর্থ দিনের শুনানি হয় বুধবার। এ সময় ক্লাসরুমে কোনো ধর্মীয় প্রতীক না পরার জন্য হাইকোর্টের অন্তর্বর্তী রায়ের প্রসঙ্গ তোলেন বাদিপক্ষের আইনজীবী রবি ভর্মা কুমার। বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রবি ভর্মা কুমার আদালতে বলেন, শুধু হিজাব নয়, একাধিক ধর্মীয় চিহ্ন রয়েছে, যা প্রতিনিয়ত বিভিন্ন ধর্মের মানুষ প্রতিদিন পরেন। ওড়না, চুড়ি, পাগড়ি, ক্রস বা টিপের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আদালতে প্রশ্ন তোলেন, টিপ বা চুড়ি পরলে তো কাউকে ক্লাস থেকে বের করে দেওয়া হয় না! সেগুলো কি ধর্মীয় চিহ্ন নয়? কেন শুধু মুসলিম পড়ুয়াদের নিয়েই সমস্যা?

খ্রিস্টানরা ক্রশ ধারণ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে উল্লেখ করে তিনি আরও বলেন, শুধুমাত্র ধর্মের জন্য ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। এটি সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে।

তিনি বলেন, ঘোমটা পরতে বাধা নেই। চুড়ি পরতে বাধা নেই। শুধুমাত্র এটা (হিজাব) কেন? শিখদের পাগড়ি, খ্রিস্টানদের ক্রুশ কেন নয়?

তিনি প্রশ্ন তোলেন, অন্য কোনো ধর্মীয় প্রতীক বিবেচনা করা হয় না… শুধুমাত্র হিজাব কেন?

এদিকে, ওই অন্তর্বর্তী রায়ের পর কর্ণাটকের স্কুল-কলেজ খুলেছে। হাইকোর্টের অন্তর্বতী রায়ের উদ্ধৃতি দিয়ে কর্ণাটকের উত্তরাঞ্চলীয় বিজয়পুরায় সরকারি পিইউ কলেজ ছাত্রীদের হিজাব পরার কারণে বুধবার কলেজে ঢুকতে দেওয়া হয়নি। অথচ ওই কলেজে হাইকোর্টের রায়ের আগে ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হতো না বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এতোদিন কোনো সমস্যা না হলেও হঠাৎ বাধা দেওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বাদানুবাদ হয়। সেই সময়ের ভিডিওতে অধ্যক্ষকে বলতে শোনা যায়, আমরা হাইকোর্টের আদেশ মেবনে চলছি। ওই আদেশে বলা হয়েছে কোনো ধর্মীয় পোশাক, হিজাব হোক বা জাফরান শাল, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অনুমতি দেওয়া হবে না।

অন্যদিকে, কর্নাটকের শিবমোগাতেও কয়েকজন শিক্ষার্থী হিজাব পরে আসায়, তাদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়। হিজাব খুলতে বলায় তারা কলেজ চত্বর থেকে বেরিয়ে আসেন। ওই শিক্ষার্থীদের দাবি, এতদিন তারা ক্লাসরুমে হিজাব পরেই আসতেন। কিন্তু কর্নাটক হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশের পরই তাদের হিজাব পরে ঢুকতে বাধা দেওয়া হয়।

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা।

অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করে।

এই আন্দোলনের ভিত্তিতে কর্ণাটকের হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় পোশাক না পাওয়া নির্দেশ দেন। সূত্র : যুগান্তর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.